ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায়–২

২১. আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত—

i. আঞ্চলিক জোট

ii. আর্থিক নীতি

iii. মুক্তবাজার অর্থনীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. অভ্যন্তরীণ ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি কোনটি?

ক. বিমার অপ্রতুলতা

খ. যাতায়াতের সমস্যা

গ. জনসংখ্যার আধিক্য

ঘ. প্রতিকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি

২৩. প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?

ক. সুনাম খ. মূল্যবোধ

গ. দেশীয় অবস্থান ঘ. ভোক্তাদের মনোভাব

২৪. ‘শিক্ষা’ কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক ঘ. আইনগত

২৫. দেশের শেয়ারবাজার কোন ধরনের পরিবেশের উপাদান?

ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক

গ. আন্তর্জাতিক ঘ. আইনগত

২৬. বাহ্যিক পরিবেশের উপাদানের অন্তর্গত হলো—

i. কৌশলগত মিত্র

ii. সরকারি সংস্থা

iii. ভোক্তা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. তুরস্কে প্রচুর ফল জন্মালেও মদশিল্প গড়ে না ওঠার পেছনে কোন পরিবেশের প্রভাব লক্ষণীয়?

ক. আইনগত খ. অর্থনৈতিক

গ. সামাজিক ঘ. রাজনৈতিক

২৮. ব্যবসায়বান্ধব নীতিমালা নিচের কোন পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত?

ক. আইনগত ও রাজনৈতিক

খ. সামাজিক ও আইনগত

গ. সামাজিক ও রাজনৈতিক

ঘ. রাজনৈতিক ও অর্থনৈতিক

২৯. ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে—

i. বিনিয়োগ

ii. দক্ষ উদ্যোক্তা

iii. মাথাপিছু আয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. বরেন্দ্র এলাকায় অত্যধিক বিদ্যুচ্চালিত গভীর নলকূপ ব্যবহারের ফলে পরিবেশের যে উপাদানের বিপর্যয় আশঙ্কা করা হচ্ছে—

i. পানি

ii. মাটি

iii. বায়ু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.খ ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.ক ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.ঘ ৩০.ক

মো: মাজেদুল হক খান , অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা