চাহিদা রেখা ও যোগান - অর্থনীতি ২য় পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
১১. ‘চাহিদা সূচি’র জ্যামিতিক প্রকাশকে কী বলে?
ক. চাহিদা বিধি খ. দাম রেখা
গ. চাহিদা রেখা ঘ. উপযোগ রেখা
১২. গিফেন দ্রব্যের চাহিদা রেখাটি কেমন হয়?
ক. ভূমি অক্ষের সমান্তরাল
খ. লম্ব অক্ষের সমান্তরাল
গ. ডান দিকে ঊর্ধ্বগামী
ঘ. ডান দিকে নিম্নগামী
১৩. দামের সাথে জোগানের সম্পর্ক কীরূপ?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. শূন্য ঘ. মাঝামাঝি
১৪. করারোপের ফলে জোগান রেখার কী পরিবর্তন হয়?
ক. জোগান রেখাটি বাঁ দিকে স্থানান্তরিত হয়
খ. জোগান রেখাটি ডান দিকে স্থানান্তরিত হয়
গ. জোগান রেখাটি নিম্নগামী হয়
ঘ. কোনো পরিবর্তন হয় না
১৫. জোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হয়—
i. বাম্পার ফলন হলে
ii. ভর্তুকি প্রদানের ফলে
iii. অনুকূল আবহাওয়া থাকায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. ‘দাম বাড়লে জোগান বাড়ে, দাম কমলে জোগান কমে’— এটি অর্থনীতিতে কী নির্দেশ করে?
ক. দাম বিধি খ. চাহিদা বিধি
গ. জোগান বিধি ঘ. ভারসাম্য
১৭. নিচের কোনটি মূল বিন্দুগামী জোগান রেখার সমীকরণ?
ক. S = - c + dP খ. S = c + dP
গ. S = dP ঘ. S = - dP
১৮. ভোগ করার ক্ষেত্রে কোন ক্রিয়াটি সংঘটিত হয়?
ক. কোনো দ্রব্যের চাহিদা মেটানো
খ. কোনো দ্রব্যের উপযোগিতা নিঃশেষ
গ. কোনো দ্রব্য তৈরির উপকরণ ব্যবহার
ঘ. কোনো দ্রব্যের ভালো-মন্দ বিচার
১৯. ভারসাম্যাবস্থায় নিচের কোনটি সঠিক?
ক. চাহিদা > জোগান
খ. চাহিদা < জোগান
গ. চাহিদা = জোগান
ঘ. চাহিদা ≠ জোগান
২০. ভারসাম্যাবস্থায় চাহিদা রেখাটি ডান দিকে স্থানান্তরিত হলে—
i. দাম বাড়বে
ii. জোগান কমবে
iii. পরিমাণ বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.গ ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.খ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা