এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সিরাজউদ্দৌলা : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
সিরাজউদ্দৌলা
৭১. ‘রজার ড্রেক’ কে?
ক. গভর্নর খ. ক্যাপ্টেন
গ. সার্জন ঘ. সেনাপতি
৭২. বন্দী উমিচাঁদ কার কাছে চিঠি পাঠাতে চায়?
ক. রায় দুর্লভের কাছে খ. মানিকচাঁদের কাছে
গ. রাজবল্লভের কাছে ঘ. জগৎশেঠের কাছে
৭৩. ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে’—সংলাপটি কার?
ক. রায় দুর্লভের খ. মানিকচাঁদের
গ. রাজবল্লভের ঘ. জগৎশেঠের
৭৪. নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা কোন দুর্গ সংস্কার বন্ধ করেনি?
ক. কলকাতার দুর্গ খ. মতিঝিলের দুর্গ
গ. কাশিমবাজারের দুর্গ ঘ. ফোর্ট উইলিয়াম দুর্গ
৭৫. কলকাতার দেওয়ান কে ছিলেন?
ক. উমিচাঁদ খ. মানিকচাঁদ
গ. রাজবল্লভ ঘ. কৃষ্ণবল্লভ
৭৬. কার অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে?
ক. উমিচাঁদের খ. মানিকচাঁদের
গ. রাজবল্লভের ঘ. কৃষ্ণবল্লভের
৭৭. নেটিভরা ইংরেজদের সঙ্গে কেন ব্যবসা করতে পারছিল না?
ক. নবাবের ভয়ে
খ. ফৌজদারের ভয়ে
গ. মানিকচাঁদের ভয়ে
ঘ. উজিরের ভয়ে
৭৮. সিরাজউদ্দৌলার সঙ্গে কার দ্বন্দ্ব হলে মিরজাফর ও জগৎশেঠের দল তাঁকে সহায়তা করবে?
ক. ঘসেটি বেগমের
খ. শওকতজঙ্গের
গ. রাজবল্লভের
ঘ. রায়দুর্লভের
৭৯. কলকাতায় ইংরেজদের ব্যবসা করার অনুমতি লাভের জন্য উমিচাঁদ মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে?
ক. পাঁচ হাজার খ. দশ হাজার
গ. বারো হাজার ঘ. পনেরো হাজার
৮০. অসংখ্য ভুল-বোঝাবুঝি, অসংখ্য ছলনা এবং শাঠ্যের ওপর কিসের ভিত্তি প্রতিষ্ঠিত?
ক. মৌলিক সম্প্রীতির
খ. মৌলিক অধিকারের
গ. মৌলিক চাহিদার
ঘ. মৌলিক প্রয়োজনের
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ৭১.ক ৭২.খ ৭৩.খ ৭৪.ক ৭৫.খ ৭৬.খ ৭৭.খ ৭৮.খ ৭৯.গ ৮০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা