[পূর্ববর্তী লেখার পর]
কপোতাক্ষ নদ
২১. ‘চতুর্দশপদী’ কবিতার অষ্টকে কী থাকে?
ক. ভাবের প্রবর্তনা খ. ভাবের ব্যাখ্যা
গ. ভাবের পরিণতি ঘ. ভাবের শেষ
২২. ‘বিরলে’ শব্দের অর্থ কী?
ক. একান্ত নিরিবিলিতে খ. গভীর রাত্রিতে
গ. ভুলের ছলনাতে ঘ. সুখের স্মৃতিতে
২৩. ‘বারিরূপ কর তুমি’ এখানে ‘কর’ অর্থ কী?
ক. হাত খ. অংশ
গ. রাজস্ব ঘ. ক্রিয়াপদ
২৪. ‘আর কি হে হবে দেখা? যত দিন যাবে’—এ চরণে কবির কোন অনুভূতি ফুটে উঠেছে?
ক. বিষণ্নতা খ. আক্ষেপ
গ. উদ্বিগ্নতা ঘ. অস্থিরতা
২৫. ‘নাম তার, এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।’—এখানে ফুটে ওঠা ভাবটি কী?
ক. বিরহের ব্যাকুলতা খ. সান্নিধ্যের আকুলতা
গ. বিচ্ছেদের প্রতিকূলতা ঘ. ভালোবাসার আকুলতা
২৬. মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কত সালে?
ক. ১৮৭০ সালে খ. ১৮৭১ সালে
গ. ১৮৭৩ সালে ঘ. ১৮৭৪ সালে
২৭. কপোতাক্ষ নদের স্রোতে কিসের ধ্বনি অনুভূত হয়?
ক. বাঁশির ধ্বনি খ. মায়ার ধ্বনি
গ. গানের ধ্বনি ঘ. ভাষার ধ্বনি
২৮. ‘সতত’ শব্দের অর্থ কী?
ক. সর্বদা খ. সৎভাবে
গ. স্মরণীয় ঘ. মনে রাখা
২৯. সনেটে কয়টি চরণ থাকে?
ক. ৮টি খ. ১০টি
গ. ১২ টি ঘ. ১৪টি
৩০. মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন কোনটি?
ক. পদ্মাবতী
খ. কৃষ্ণকুমারী
গ. একেই কি বলে সভ্যতা
ঘ. মেঘনাদবধ কাব্য
সঠিক উত্তর
কপোতাক্ষ নদ: ২১.ক ২২.ক ২৩.গ ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.খ ২৮.ক ২৯.ঘ ৩০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]