২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৩১. কোন ধরনের নদী থেকে জলবিদ্যুৎ উত্পাদন করা যায়?

ক. গভীর নদী খ. বড় নদী

গ. পাহাড়ি নদী ঘ. ছোট নদী

৩২. বাংলাদেশের বেশির ভাগ নদীর উত্স কোন দেশে?

ক. মিয়ানমারে খ. নেপালে

গ. ভারতে ঘ. ভুটানে

৩৩. কোনটি পদ্মার শাখা নদী নয়?

ক. মাথাভাঙা খ. ইছামতী

গ. ভৈরব ঘ. করতোয়া

৩৪. কোন নদীর উত্পত্তিস্থল লুসাই পাহাড়ে?

ক. পদ্মা খ. মেঘনা

গ. কর্ণফুলী ঘ. যমুনা

৩৫. কুশিয়ারা ও সুরমা নদী প্রবেশ করেছে—

ক. সুনামগঞ্জে

খ. হবিগঞ্জে

গ. সিলেটে

ঘ. মৌলভীবাজার জেলায়

৩৬. ক্রান্তীয় পাতাঝরা বনভূমিতে প্রধান বৃক্ষ কোনটি?

ক. গরান খ. জারুল

গ. গেওয়া ঘ. শাল

৩৭. তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—

i. কৃষিকাজে ii. পানিনিষ্কাশনে

iii. বন্যা প্রতিরোধে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে নদীর বেশি প্রয়োজন—

i. জীবিকার্জনে ii. যোগাযোগে

iii. চিত্তবিনোদনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. নদীর প্রবাহ দুর্বল হয়ে যাওয়ার কারণ—

i. শিল্প বর্জ্য ii. পলি জমা

iii. বাঁধ নির্মাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. চিরহরিৎ বনভূমির গাছের পাতা—

i. একত্রে ফোটে না

ii. একত্রে ঝরে না

iii. একত্রে ফোটে এবং একত্রে ঝরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.গ ৩২.গ ৩৩.ঘ ৩৪.গ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ঘ ৪০.ক

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা