সংক্ষেপে জেনে রাখি - আয়, ভোক্তা, উপযোগ, মিথস্ক্রিয়া
আয়
উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায়, তাকে আয় বলে। শ্রমের জন্য প্রাপ্ত আয়কে মজুরি বলে। জমির জন্য প্রাপ্ত আয়কে খাজনা বলে। উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যে আয় করেন, সেটিকে মুনাফা বলা হয়।
ভোক্তা
যে ব্যক্তি ভোগ করে তাকে আমরা ভোক্তা বলি। বাজার অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে, তাকে ভোক্তা বলা হয়।
উপযোগ
উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা। কোনো দ্রব্য সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা মানুষ অর্থ দিয়ে কেনে না।
মিথস্ক্রিয়া
একে-অপরের আচরণ দ্বারা প্রভাবিত হওয়া এবং আচরণগত বৈচিত্র্যের পারস্পরিক ক্রিয়া–প্রতিক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে। ব্যক্তি নিজ আচরণ দ্বারা অন্যদের প্রভাবিত করে এবং অন্যদের আচরণ দ্বারা নিজেও প্রভাবিত হয়। আচরণগত এই পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াই মিথস্ক্রিয়া।