এসএসসি ২০২৪ - গাহস্থ্য বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
১. আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচনের সুফল কী?
ক. আরামদায়ক
খ. রুচিসম্মত হয়
গ. সামাজিক গ্রহণযোগ্যতা
ঘ. স্থায়িত্ব বাড়ে
২. আসবাবের উপযোগিতা কোনটি?
ক. চাহিদা মেটানোর ক্ষমতা
খ. আরামদায়কতা
গ. আকর্ষণীয়তা
ঘ. নমনীয়তা
৩. কোনটির সঙ্গে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করতে হবে?
ক. আরাম খ. নকশা
গ. নমনীয়তা ঘ. পরিবারের আয়
৪. একটা ঘরের দুই দিকে আসবাবপত্রের গুরুত্ব সমান হলে তাকে কী বলে?
ক. সমানুপাত খ. প্রত্যক্ষ ভারসাম্য
গ. সামঞ্জস্য ঘ. অপ্রত্যক্ষ ভারসাম্য
৫. আসবাব বিন্যাসে শিল্পনীতি কতটি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৬. বিছানার চাদর পরিষ্কার করা উচিত কত দিন পরপর?
ক. ৭ দিন খ. ১৫ দিন
গ. ২০ দিন ঘ. ৩০ দিন
৭. আসবাব দেয়াল ঘেষে রাখলে—
i. দেয়ালের রং নষ্ট হতে পারে
ii. সৌন্দর্য বাড়তে পারে
iii. আসবাব ক্ষতিগ্রস্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮. আধুনিক বাড়িতে কোন ঘরে পরিবারের সদস্যরা অবসর সময় কাটায়?
ক. অতিথির রুমে খ. খাবার ঘরে
গ. শোবার ঘরে ঘ. লিভিং রুমে
৯. মানসিক তৃপ্তি লাভ করা যায় কীভাবে?
ক. গৃহসজ্জার মাধ্যমে
খ. পুষ্পবিন্যাসের মাধ্যমে
গ. আসবাব বিন্যাসের মাধ্যমে
ঘ. চিত্রকর্মের মাধ্যমে
১০. খাবার টেবিলের সৌন্দর্য বাড়ায়—
i. নকশা করা প্লেট
ii. ফুলদানিতে রাখা ফুল
iii. ঝুড়িতে রাখা ফল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.গ ২.ক ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.ক ১০.খ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা