এইচএসসি ২০২৩ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
৩১. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ গণনা করা হয় কবে?
ক. বছরে চারবার
খ. অধিবর্ষে একবার
গ. বছরে দুবার
ঘ. প্রতি ছয় মাসে ছয়বার
৩২. সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ গণনা করা হয় কবে?
ক. সপ্তাহের শুরুতে একবার ও শেষে একবার
খ. প্রতি সপ্তাহে দুবার
গ. মাসের প্রথম সপ্তাহে একবার
ঘ. সপ্তাহে একবার
৩৩. বাট্টাকরণ কী?
ক. নগদ বাট্টায় পণ্য বিক্রি
খ. কারবারি বাট্টায় পণ্য বিক্রি
গ. বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া
ঘ. বাট্টা নির্ণয়ের প্রক্রিয়া
৩৪. নিচের কোন ক্ষেত্রে কার্যকরী সুদের হারের ধারণার প্রয়োগ হয়?
ক. সরল সুদ
খ. বার্ষিক চক্রবৃদ্ধি
গ. বহু মেয়াদি চক্রবৃদ্ধি
ঘ. কার্যকরী চক্রবৃদ্ধি
৩৫. বাট্টাকরণ শব্দটি নিচের কোনটির সঙ্গে জড়িত?
ক. ভবিষ্যৎ মূল্য খ. বর্তমান মূল্য
গ. অতীত মূল্য ঘ. অনিশ্চিত মূল্য
৩৬. বার্ষিক সুদের হারকে এক বছরের চেয়ে ছোট কোনো মেয়াদের জন্য প্রকাশ করা হলে, তাকে কী বলা হয়?
ক. Simple interest
খ. Compound interest
গ. Periodic interest
ঘ. Effective interest
৩৭. অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের ধারণার মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি কেমন?
ক. সমমুখী খ. বিপরীতমুখী
গ. উচ্চমুখী ঘ. সমানুপাতিক
৩৮. কোনো একটি কিস্তি বা বৃত্তির মোট ভবিষ্যৎ মূল্য কেমন?
ক. প্রতি কিস্তির সমান
খ. প্রতি কিস্তির চেয়ে কম
গ. প্রতি কিস্তির চেয়ে বেশি
ঘ. শেষ কিস্তির সমান
৩৯. ভবিষ্যতের এক টাকার আজকের পরিমাণ কত?
ক. ১ টাকার বেশি খ. ১ টাকার সমান
গ. ১ টাকার কম ঘ. ১ টাকার অর্ধেক
৪০. ভবিষ্যতের এক টাকা এবং আজকের এক টাকার মধ্যে কোনটি বড়?
ক. বর্তমানের এক টাকা
খ. ভবিষ্যতের এক টাকা
গ. দুটি সমান
ঘ. যেকোনোটি বড় হতে পারে
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.গ ৩২.ঘ ৩৩.গ ৩৪.গ ৩৫.খ ৩৬.গ ৩৭.খ ৩৮.গ ৩৯.গ ৪০.ক
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা