ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
২১. মিসরীয় সভ্যতায় রাজাদের কী বলা হতো?
ক. ফারাও খ. শাসক
গ. মন্ত্রী ঘ. ত্রাণকর্তা
২২. কারা পিরামিড তৈরি করে?
ক. রোমানরা খ. পারসীয়রা
গ. মিসরীয়রা ঘ. চীনারা
২৩. হায়ারোগ্লিফিক লিপি দেখতে কিসের মতো ছিল?
ক. প্রতীকী চিহ্ন খ. মুদ্রা
গ. ছবি ঘ. অলংকার
২৪. ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?
ক. সমুদ্রতীরবর্তী ভূমি
খ. নদীতীরবর্তী ভূমি
গ. দুই নদীর মধ্যবর্তী ভূমি
ঘ. উর্বর ভূমি
২৫. কোনটি মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা?
ক. সুমেরীয় সভ্যতা
খ. নদীতীরবর্তী ভূমি
গ. দুই নদীর মধ্যবর্তী ভূমি
ঘ. পুরোনো ব্যাবিলনীয় সভ্যতা
২৬. সুমেরীয় সভ্যতা খ্রিষ্টপূর্ব কত অব্দে গড়ে উঠেছিল?
ক. ১০০০ অব্দে খ. ২০০০ অব্দে
গ. ৩০০০ অব্দে ঘ. ৪০০০ অব্দে
২৭. মেসোপটেমিয়াতে কোন লিপির উদ্ভব হয়?
ক. কিউনিফর্ম খ. হায়ারোগ্লিফিক
গ. ব্রাহ্মী ঘ. তাম্র
২৮. মেসোপটেমিয়াতে নির্মিত চমৎকার ধর্মমন্দিরকে কী বলা হয়?
ক. জিগুরাত খ. তবিরত
গ. হারিয়াল ঘ. নেজারত
২৯. মেসোপটেমীয়রা কোন সভ্যতার রাজা আইন সংকলন তৈরি করেছিল?
ক. পুরোনো ব্যাবিলনীয়
খ. ক্যালডীয়
গ. সুমেরীয়
ঘ. এশিরীয়
৩০. রাজা হাম্মুরাবি মেসোপটেমীয় কোন সভ্যতার রাজা ছিলেন?
ক. সুমেরীয়
খ. এসিরীয়
গ. পুরোনো ব্যাবিলনীয়
ঘ. ক্যালডীয়
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.ক ২২.গ ২৩.গ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.গ
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়