সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | শিখন অভিজ্ঞতা ৬ - বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময় (পর্ব-১)
সপ্তম শ্রেণির পড়াশোনা
বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময়
‘বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময়’ সম্পর্কে জানতে গিয়ে আমরা নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি। শব্দগুলো সম্পর্কে বর্ণনা দেওয়া হলো:
তারযুক্ত নেটওয়ার্ক
যে নেটওয়ার্ক বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তারযুক্ত যন্ত্রের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে, তাকে তারযুক্ত নেটওয়ার্ক বলে।
যেমন টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক।
তারবিহীন নেটওয়ার্ক
যে নেটওয়ার্কে তার বা কেব্লের পরিবর্তে মাইক্রোওয়েভ ব্যবহার করে তথ্য আদান-প্রদান করা হয়, তাকে তারবিহীন নেটওয়ার্ক বলে। তারবিহীন নেটওয়ার্ক তৈরিতে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ ইত্যাদি ব্যবহার করা হয়। তারবিহীন নেটওয়ার্কের সহজ উদাহরণ হলো মুঠোফোন।
‘বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময়’ থেকে আরও কিছু নতুন শব্দ সম্পর্কে জেনে নাও
মাইক্রোওয়েভ
মাইক্রোওয়েভ হলো উচ্চকম্পাঙ্কের রেডিও ওয়েভ। ১ গিগাহার্জ বা তার চেয়ে বেশি কম্পাঙ্কে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ সিস্টেমে ব্যবহৃত অ্যানটেনা কোনো ভবন বা টাওয়ারের ওপর বসানো হয় যাতে সিগন্যাল বাধাহীনভাবে বেশি দূরে পাঠানো যায়। মাইক্রোওয়েভ সিস্টেমের দুটি অংশ থাকে। একটি ট্রান্সমিট করার কাজে এবং অন্যটি সিগন্যাল রিসিভ করার কাজে।
অ্যানটেনা
যে ডিভাইস বা যন্ত্রের মাধ্যমে রেডিও তরঙ্গ গ্রহণ ও প্রেরণ করা যায়, তা হলো অ্যানটেনা। তারবিহীন নেটওয়ার্কের ভিত্তি হলো অ্যানটেনা।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা