ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ভর্তির সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন শুরু হচ্ছে ২৩ এপ্রিল, মঙ্গলবার, যা চলবে আগামী ১৪ মে পর্যন্ত।
তৃতীয় ব্যাচ শুরু হবে চলতি বছরের জুলাইতে, যেখানে ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এখানে দেশি-বিদেশি যেকোনো শিক্ষার্থীই আবেদন করতে পারবেন।
প্রোগ্রামের বৈশিষ্ট্য
৩৬ ক্রেডিট-ঘণ্টা।
সাইবার সিকিউরিটির ওপর ১০টি কোর্স + প্রজেক্ট।
বাণিজ্যিক চাহিদার ভিত্তিতে বিশেষায়িত কোর্স।
ওপেন ক্রেডিট সিস্টেম।
শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা, এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।
তিন সেমিস্টার (১৮ মাসের কোর্স)
ভর্তির যোগ্যতা
সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই অথবা যেকোনো আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।
সিজিপিএ কমপক্ষে ২.৫০ থাকতে হবে ৪.০০-এর মধ্যে, অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা জিপিএ-২.৫০-এর নিচে হতে পারবে না।
এই বিষয়-সম্পর্কিত চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
যেকোনো বয়সীরা আবেদন করতে পারবেন।
বিশেষায়িত কোর্স, যা ইন্ডাস্ট্রির ডিমান্ডকে ফোকাস করবে
কমিউনিকেশন প্রটোকলস অ্যান্ড ইন্টারনেট আর্কিটেকচার
সফটওয়্যার সিকিউরিটি
নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সিকিউরিটি
ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন
ক্লাউড সিকিউরিটি
ইনফরমেশন সিকিউরিটি ফান্ডামেন্টালস
ডিজিটাল ফরেনসিক
অ্যাপ্লাইড ক্রিপ্টোগ্রাফি
প্রাইভেসি ইন দ্য ডিজিটাল এজ
সাইবার সিকিউরিটি ল অ্যান্ড পলিসিস
টিউশন ফি ও সেমিস্টার ফি
এককালীন জমা দিতে হবে ২৫,০০০ টাকা
তিন সেমিস্টারে মোট জমা দিতে হবে ৩,৫৪,০০০ টাকা
ফলে একজন শিক্ষার্থীর সম্পূর্ণ প্রোগ্রামের জন্য জমা দিতে হবে ৩,৭৯,০০০ টাকা
জেনে রাখুন
আবেদনের শেষ তারিখ: ১৪ মে, ২০২৪
লিখিত পরীক্ষা: ১৭ মে, ২০২৪
পরীক্ষার ফল প্রকাশ: ২০ মে, ২০২৪
পরীক্ষার স্থান: ঢাবির সিএসই বিভাগ
ভর্তির তারিখ: ২৮ মে থেকে ৫ জুন, ২০২৪
ক্লাস শুরু: ১২ জুলাই, ২০২৪
অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: pmics.cse.du.ac.bd
প্রয়োজনে যোগাযোগ
ফোন: ০১৭২৮৬৩৬৯০৮, ০২২২২৬৬৬৮৩০২৯ (সাপ্তাহিক ছুটির দিন বাদে সকাল ৯টা থেকে বিকাল ৪টা)
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: du.ac.bd/body/cse
অফিস: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, দ্বিতীয় তলা, নতুন বিজ্ঞান ভবন, মোকাররম ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০