সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৭৩) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।

সঠিক উত্তরটি খাতায় লেখো:

১. কার কঙ্কালতন্ত্র নেই?

ক. স্যালমন খ. প্রজাপতি

গ. মুরগি ঘ. উল্লুক

২. জাইলেম কোথায় থাকে?

ক. মূল খ. পাতা

গ. কাণ্ড ঘ. মাটি

৩. বুদ্ধিমান প্রাণী কোনটি?

ক. বানর খ. বিড়াল

গ. ইঁদুর ঘ. শিয়াল

৪. নিচের কোনটি মেরুদণ্ডী?

ক. মশা খ. কেঁচো

গ. হাঁস ঘ. প্রজাপতি

৫. পেঁয়াজ কোষ একটি উদ্ভিদ কোষ, কারণ কী?

ক. কোষপ্রাচীর আছে খ. প্লাস্টিড নেই

গ. খাদ্য সঞ্চয় নেই ঘ. সাইটোপ্লাজম নেই

৬. নিউক্লিয়াসের কাজ কী?

ক. কোষের আকৃতি গঠন করা

খ. খাদ্য সংগ্রহ করা

গ. কোষকে নিয়ন্ত্রণ করা

ঘ. প্রোটোপ্লাজমকে ধরে রাখা

৭. জীবের শরীর গঠনের একক কী?

ক. পরমাণু খ. ক্লোরোপ্লাস্ট

গ. কোষ ঘ. নিউক্লিয়াস

৮. প্রাণীর কোষে কোনটি অনুপস্থিত থাকে?

ক. প্লাস্টিড খ. প্রোটোপ্লাজম

গ. সাইটোপ্লাজম ঘ. নিউক্লিয়াস

৯. ম্যামালিয়ার আছে—

ক. পশম খ. পাখনা

গ. আঁইশ ঘ. ডানা

১০. রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?

ক. ১৬৫৫ সালে খ. ১৬৬৫ সালে

গ. ১৭৫৫ সালে ঘ. ১৭৬৫ সালে

১১. নিচের কোন উদ্ভিদের কোষ খাদ্য সঞ্চয় করে?

ক. ফণীমনসা, আলু খ. আলু, লেবু

গ. লেবু, ফণীমনসা ঘ. লেবু, কলা

১২. উদ্ভিদ কোষের কোথায় পানি ও খাদ্য জমা থাকে?

ক. কোষপ্রাচীর খ. সাইটোপ্লাজম

গ. ক্লোরোপ্লাস্ট ঘ. কোষগহ্বর

১৩. কোনটি এককোষী জীব?

ক. মাছ খ. মানুষ

গ. প্রোটোজোয়া ঘ. রাজহাঁস

১৪. পত্রকগুলো যে খণ্ডে সাজানো থাকে, তাকে কী বলে?

ক. র৵াকিস খ. কিনারা

গ. বৃন্তশীর্ষ ঘ. ফলক

১৫. কোনটি থেকে ফল হয়?

ক. পর্ব খ. পর্ব মধ্য

গ. ফুল ঘ. বীজ

১৬. কোনটির পাতা আমরা খেয়ে থাকি?

ক. পালং খ. বাঁদরলাঠি

গ. গাজর ঘ. আম

১৭. পাতার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?

ক. খাদ্য শোষণ খ. খাদ্য তৈরি

গ. পানি শোষণ ঘ. খাদ্য সংরক্ষণ

১৮. সবুজ উদ্ভিদে কোন প্রক্রিয়ায় খাদ্য উত্পন্ন হয়?

ক. সালোক সংশ্লেষণ খ. ব্যাপন

গ. শ্বসন ঘ. প্রস্বেদন

১৯. পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয় কেন?

ক. পাতা অক্সিজেন ত্যাগ করে

খ. পাতার ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি

গ. পাতার আকৃতিগত বৈশিষ্ট্য

ঘ. পাতার খাদ্য প্রস্তুত প্রক্রিয়া

২০. সালোক সংশ্লেষণের মাধ্যমে কোনটি সূর্যালোকের অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে?

ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্লোরোফিল

গ. পত্রফলক ঘ. পত্ররন্ধ্র

২১. শব্দগুলো সাজিয়ে লেখো:

QUMESO, TELBAT, WORAR, HETET, TAURIG

২২. নিচের পাঁচটি দেশের রাজধানীর নাম লেখো:

ইউক্রেন, ফিনল্যান্ড, মালদ্বীপ, ইন্দোনেশিয়া।

সঠিক উত্তর

১. খ. প্রজাপতি ২. গ. কাণ্ড ৩. ক. বানর ৪. গ. হাঁস ৫. ক. কোষপ্রাচীর আছে ৬. গ. কোষকে নিয়ন্ত্রণ করা ৭. গ. কোষ ৮. ক. প্লাস্টিড ৯. ক. পশম ১০. খ. ১৬৬৫ ১১. ক. ফণীমনসা, আলু ১২. ঘ. কোষগহ্বর ১৩. গ. প্রোটোজোয়া ১৪. ক. র৵াকিস ১৫. গ. ফুল ১৬. ক. পালং ১৭. খ. খাদ্য তৈরি ১৮. ক. সালোক সংশ্লেষণ ১৯. ঘ. পাতার খাদ্য প্রস্তুত প্রক্রিয়া ২০. ক. ক্লোরোপ্লাস্ট। ২১. QUMESO > MOSQUE; TELBAT > BATTLE; WORAR > ARROW; HETET > TEETH; TAURIG > GUITAR ২২. ইউক্রেন = কিয়েভ, ফিনল্যান্ড = হেলসিংকি, মালদ্বীপ = মালে, ইন্দোনেশিয়া = জাকার্তা।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা