ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

২১. মূলের কোন অংশ দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে?

ক. মূলত্র খ. মূলরোম

গ. বর্ধিষ্ণু ঘ. স্থায়ী

২২. মূলের বৃদ্ধি ঘটে কোন এলাকায়?

ক. মূলত্র খ. মূলরোম

গ. বর্ধিষ্ণু ঘ. স্থায়ী

২৩. কোন অঞ্চলের অপর নাম লোমশ অঞ্চল?

ক. স্থায়ী খ. বর্ধিষ্ণু

গ. মূলরোম ঘ. মূলটুপি

২৪. মূলরোম উদ্ভিদের —

i. সূক্ষ্ম লোমশ অঞ্চল

ii. পানি শোষণকারী অঙ্গ

iii. রক্ষাকারী অঙ্গ

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অঙ্গের অংশ হলো —

i. মূলটুপি

ii. মূলরোম

iii. উপপত্র

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. একটি আদর্শ পাতার কয়টি অংশ?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

২৭. পাতার যে অংশ কাণ্ডের গায়ে যুক্ত থাকে তাকে কী বলে?

ক. পত্রমূল খ. বৃন্ত

গ. উপপত্র ঘ. পত্রফলক

২৮. কিছু উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে যে ছোট পত্রসদৃশ অংশ বের হয় তার নাম কী?

ক. বোঁটা খ. কক্ষমুকুল

গ. পত্রফলক ঘ. উপপত্র

২৯. পাতা দণ্ডকার অংশটিকে কী বলে?

ক. বৃন্ত খ. পত্রফলক

গ. উপপত্র ঘ. পত্রমূল

৩০. নিচের কোন উদ্ভিদটির পাতায় বোঁটা অনুপস্থিত?

ক. শাপলা খ. পদ্ম

গ. শিয়ালকাঁটা ঘ. আম

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.খ ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.গ

কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) | বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) ▶