পঞ্চম শ্রেণি – বাংলা | ঘাসফুল : প্রশ্নোত্তর (১-২)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ঘাসফুল

১। প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো:

দোলাই, কিরণ, ধরা, তারারা, ফোটে, স্নেহ–কণা, রূপকথা

উত্তর

প্রদত্ত শব্দ -------শব্দের অর্থ

দোলাই --------নাড়াই

কিরণ----------আলো

ধরা -----------পৃথিবী

তারারা-------- আকাশের তারকারাজি

ফোটে-------- প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে

স্নেহ–কণা------মায়া, সোহাগ, আদর

রূপকথা -------কল্পিত গল্প

২। প্রশ্ন: শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

দোলায়-কিরণ-ধরার-তারারা-স্নেহ-কণা -রূপকথার-ফোটে

ক. ছোট ছোট ফুল হাওয়াতে ________ মাথা।

খ. সকালে সূর্যের ________ ততটা তীব্র হয় না।

গ. ________ বুকের স্নেহ-কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে।

ঘ. আঁধার আকাশে ________ মিটিমিটি করে চায়।

ঙ. ফুল গাছে ফুল ________ ।

চ. ________ বই পড়তে অনেক ভালো লাগে।

ছ. মা ________ দিয়ে আমাদের ভরে রাখেন।

উত্তর

ক. ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা।

খ. সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না।

গ. ধরার বুকের স্নেহ-কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে।

ঘ. আঁধার আকাশে তারারা মিটিমিটি করে চায়।

ঙ. ফুল গাছে ফুল ফোটে।

চ. রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে।

ছ. মা স্নেহ-কণা দিয়ে আমাদের ভরিয়ে রাখেন।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা