এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৩১. মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কয়টি মন্ত্রণালয় ছিল?

ক. ৪টি খ. ৬টি

গ. ১০টি ঘ. ১২টি

৩২. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক. এ এইচ এম কামারুজ্জামান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. খন্দকার মোশতাক আহমদ

ঘ. এম মনসুর আলী

৩৩. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. কর্নেল এম এ জি ওসমানী

গ. কর্নেল (অব.) আবদুর রব

ঘ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার

৩৪. ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় কত সালে?

ক. ১৯৪৮ খ. ১৯৪৯

গ. ১৯৫২ ঘ. ১৯৬৬

৩৫. আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় কত সালে?

ক. ১৯৪৭ খ. ১৯৪৯

গ. ১৯৫২ ঘ. ১৯৬৯

৩৬. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

ক. ১৭ মার্চ ১৯৭২

খ. ৭ মার্চ ১৯৭৩

গ. ২৫ এপ্রিল ১৯৭৩

ঘ. ২৬ মার্চ ১৯৭৪

৩৭. ‘চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।’— বঙ্গবন্ধু এ উক্তি কখন করেন?

ক. ৭ মার্চের ভাষণের সময়

খ. ২৬ মার্চের প্রথম প্রহরে

গ. বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণার সময়

ঘ. ১৯৭০-এর নির্বাচনী প্রচারণার সময়

৩৮. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. তাজউদ্দীন আহমদ

গ. এম মনসুর আলী

ঘ. খন্দকার মোশতাক আহমদ

৩৯. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭২ খ. ১৯৭৪

গ. ১৯৭৫ ঘ. ১৯৯০

৪০. অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?

ক. দেশ পরিচালনা করা

খ. পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করা

গ. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা

ঘ. প্রশাসনিক কাজ পরিচালনা করা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.খ ৩৪.ক ৩৫.খ ৩৬.খ ৩৭.খ ৩৮.খ ৩৯.খ ৪০.গ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন