এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. কোন দলটি ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?

ক. আওয়ামী মুসলিম লীগ

খ. মুসলিম লীগ

গ. আওয়ামী লীগ

ঘ. কৃষক শ্রমিক পার্টি

২২. মুজিবনগর সরকার গঠন করা হয় ১৯৭১ সালের কত তারিখ?

ক. ১০ এপ্রিল খ. ১৭ এপ্রিল

গ. ৪ অক্টোবর ঘ. ১২ নভেম্বর

২৩. বাংলাদেশে সামরিক শাসনের সূত্রপাত ঘটে কত সালে?

ক. ১৯৭৪ খ. ১৯৭৫

গ. ১৯৭৬ ঘ. ১৯৭৭

২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের মার্চ মাসের কত তারিখে?

ক. ৭ মার্চ খ. ১৬ মার্চ

গ. ১৭ মার্চ ঘ. ২৭ মার্চ

২৫. ১৯৭১ সালের মার্চ মাসের কোন তারিখে পাকিস্তানি বাহিনী নৃশংস গণহত্যা শুরু করে?

ক. ৭ মার্চ খ. ২৫ মার্চ

গ. ২৬ মার্চ ঘ. ২৭ মার্চ

২৬. পাকিস্তানি বাহিনী কর্তৃক ২৫ মার্চ রাতে বাঙালির ওপর পরিচালিত হত্যাকাণ্ডের নাম কী?

ক. অপারেশন রিবেল হান্ট

খ. অপারেশন জ্যাকপট

গ. অপারেশন সার্চলাইট

ঘ. অপারেশন ফ্রিডম

২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কোন ভাষায় ছিল?

ক. আরবি খ. বাংলা

গ. উর্দু ঘ. ইংরেজি

২৮. ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?

ক. ১৭ এপ্রিল খ. ২০ এপ্রিল

গ. ২৫ এপ্রিল ঘ. ১৫ আগস্ট

২৯. ভারত ১৯৭১ সালের কত তারিখ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

ক. ৬ ডিসেম্বর খ. ৭ ডিসেম্বর

গ. ১৪ জানুয়ারি ঘ. ২৪ আগস্ট

৩০. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কবে?

ক. ১০ এপ্রিল খ. ১১ এপ্রিল

গ. ১৭ এপ্রিল ঘ. ১০ জুন

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.গ ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.ক ৩০.গ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন