এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং। অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

২১. একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী থাকে?

ক. সেবা দান খ. মুনাফা অর্জন

খ. কর্মী সংস্থান ঘ. প্রতিষ্ঠানের উন্নয়ন

২২. মূলধন বাজেটিং প্রয়োজন—

i. নতুন ব্যবসা স্থাপনে

ii. ব্যবসা সম্প্রসারণে

iii. কর্মী প্রশিক্ষণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগ জড়িত ধাপ কতটি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

২৪. ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে বলা হয়—

ক. অর্থায়নের ঝুঁকি খ. অর্থায়নের প্রত্যাশা

গ. ব্যবসায়িক অনিশ্চয়তা ঘ. অর্থায়নের সংকট

২৫. পে-ব্যাক সময় নির্ণয়ের সূত্র কোনটি?

ক. বার্ষিক নগদপ্রবাহ × বিনিয়োগ

খ. বিনিয়োগ ÷ বার্ষিক নগদ প্রবাহ

গ. বিনিয়োগ × বার্ষিক নগদ আন্তপ্রবাহ

ঘ. বার্ষিক নগদ বহিঃপ্রবাহ × বার্ষিক নগদ আন্তপ্রবাহ

২৬. কিসের মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটে থাকে?

ক. মোট আয়ের মাধ্যমে খ. মোট খরচের মাধ্যমে

গ. বিক্রয়ের মাধ্যমে ঘ. উৎপাদনের মাধ্যমে

২৭. বিক্রয় অনুমানের মতো কোন ধরনের খরচ অনুমানে সাবধানতা অবলম্বন করতে হয়?

ক. চলতি ও স্থায়ী খরচ খ. মোট খরচ

গ. সাময়িক খরচ ঘ. দৈনন্দিন খরচ

২৮. নগদপ্রবাহ নির্ধারণ করার পর সেটিকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য নিচের কোনটির প্রয়োজন হয়?

ক. বাট্টা হার খ. সুদের হার

গ. মুনাফার হার ঘ. বিক্রেতার বেতন

২৯. গড় মুনাফার হার পদ্ধতিতে প্রত্যাশিত নগদপ্রবাহের পরিবর্তে কোন কোনটিকে বিবেচনা করা হয়?

ক. নিট মুনাফা খ. নিট বিক্রয়

গ. মোট বিক্রয় ঘ. বাট্টা হার

৩০. প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে, তা কোন পদ্ধতি নির্দেশ করে?

ক. পে-ব্যাক পদ্ধতি খ. গড় মুনাফার হার পদ্ধতি

গ. নিট বর্তমান মূল্য পদ্ধতি ঘ. অভ্যন্তরীণ হার পদ্ধতি

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.ক

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)