এসএসসি ২০২২ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
৬১. কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?
ক. ১৯৭১ খ. ১৯৭২
গ. ১৯৮২ ঘ. ১৯৯৫
৬২. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
ক. স্টিভ জবস
খ. স্টিভ জজনিয়াক
গ. রোনাল্ড ওয়েন
ঘ. তাঁরা সবাই
৬৩. কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?
ক. Adobe খ. Dell
গ. Apple ঘ. Google
৬৪. মাইক্রোসফটের স্বত্বাধিকারী কে?
ক. স্টিভ জবস
খ. মার্ক জাকারবার্গ
গ. টিম বার্নার্স লি
ঘ. বিল গেটস
৬৫. এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল ব্যক্তিত্ব—
i. গুগলিয়েলমো মার্কনি
ii. জগদীশচন্দ্র বসু
iii. অ্যাডা লাভলেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬. এমএস ডস কী?
ক. কম্পিউটার অপারেটিং সিস্টেম
খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
গ. ডেটাবেইস
ঘ. ইন্টারনেট প্রটোকল
৬৭. উইন্ডোজ কী?
ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম
খ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম
ঘ. ডেটাবেইস প্রোগ্রাম
৬৮. HTTP এর পূর্ণ রূপ কোনটি?
ক. Hypertext Transfer Protocol
খ. Hyper Text Transfer Permissior
গ. Hyper Text Tansformation Protocol
ঘ. Hyper Text Transit Pass
৬৯. HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করা হয় কত সালে?
ক. ১৯৫৩ খ. ১৯৫৫
গ. ১৯৭১ ঘ. ১৯৮৯
৭০. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে?
ক. অ্যাডা লাভলেস
খ. স্টিভ জবস
গ. টিম বার্নার্স লি
ঘ. লর্ড বায়রন
সঠিক উত্তর
অধ্যায় ১: ৬১.ক ৬২.ঘ ৬৩.গ ৬৪.ঘ ৬৫.ক ৬৬.ক ৬৭.গ ৬৮.ক ৬৯.ঘ ৭০.গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন