এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | জীবন–সংগীত : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

জীবন–সংগীত

২১. ‘আকিঞ্চন’ শব্দের অর্থ কী?

ক. অপচয় খ. সঞ্চয়

গ. অলসতা ঘ. চেষ্টা

২২. ‘সমরাঙ্গন’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. যুদ্ধক্ষেত্র খ. বাড়ির উঠান

গ. সুন্দর বারান্দা ঘ. কর্মক্ষেত্র

২৩. ‘অনিত্য’ মানে —

i. অস্থায়ী

ii. যা নশ্বর

iii. যা ক্ষীয়মাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. ‘জীবন–সংগীত’ কবিতার মূলভাব —

i. আশাব্যঞ্জক জীবনের উপলব্ধি

ii. বৈরাগ্য ও কর্মহীনতার বোধ

iii. আশাবাদী কর্মময় জীবনের প্রেরণা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ‘বীর্যবান’ অর্থ কী?

ক. সাহসী খ. বুদ্ধিমান

গ. শক্তিমান ঘ. ধৈর্যশীল

২৬. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৩৮ সালে খ. ১৮৭১ সালে

গ. ১৭৩৮ সালে ঘ. ১৮৭৩ সালে

২৭. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি কিসের উন্নতির কথা বলেছেন?

ক. মানুষের খ. জাতির

গ. ভবের ঘ. দেশের

২৮. ‘জীবন-সংগীত’ কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন?

ক. মানবতার কল্যাণে

খ. যশ–খ্যাতি লাভে

গ. বৈরাগ্য থেকে মুক্তির জন্য

ঘ. সুখী সমৃদ্ধ জীবনের জন্য

২৯. ‘জীবন–সংগীত’ কবিতায় কোনটি স্থির থাকে না?

ক. সময় খ. আশা

গ. স্বপ্ন ঘ. দুঃখ

৩০. স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন মহাকাব্যটি রচনা করেন?

ক. বৃত্রসংহার খ. আশাকানন

গ. বীরবাহু ঘ. ছায়াময়ী

সঠিক উত্তর

জীবন–সংগীত: ২১.ঘ ২২.ঘ ২৩.ঘ ২৪.খ ২৫.গ ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.ক ৩০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)