এসএসসি ২০২২ - জীববিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৪
২১. ঘাসগুলো ওই রূপ হওয়ার কারণ —
i. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটেছে
ii. সূর্যের আলো না পাওয়ায় পত্ররন্ধ্র বন্ধ ছিল
iii. প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করতে পারেনি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. কত ডিগ্রি তাপমাত্রার নিচে শ্বসনের হার কমে যায়?
ক. ১৫° সে খ. ২০° সে
গ. ২৫° সে ঘ. ৩০° সে
২৩. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২৪. কত ডিগ্রি তাপমাত্রার নিচে সালোকসংশ্লেষণের হার কমে যায়?
ক. ২০° সে খ. ২২° সে
গ. ৩০° সে ঘ. ৩৫° সে
২৫. আলো ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে বলে —
i. ফটোলাইসিস
ii. ফটোফসফোরাইলেশন
iii. আত্তীকরণ শক্তি
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii
গ. i ও iii ঘ. ii ও iii
২৬. অ্যাসিটাইল কো-এ কত কার্বনবিশিষ্ট?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২৭. অবাত শ্বসনের ধাপ কতটি?
ক. পাঁচটি খ. চারটি
গ. তিনটি ঘ. দুইটি
২৮. অবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়?
ক. ২টি খ. ১০টি
গ. ১৮টি ঘ. ২৮টি
২৯. অবাত শ্বসনে—
i. ৩৮টি ATP উৎপন্ন হয়
ii. অক্সিজেনের প্রয়োজন হয় না
iii. পাইরুভিক অ্যাসিড আংশিক জারিত হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. অ্যাডেনিন–এর বেস কোনটি?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ঘ. সালফার
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২১.ক ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.গ ৩০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) | বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) ▶