এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | নিমগাছ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

নিমগাছ

১১. কবিকে নিমগাছের ভালো লাগল কেন?

ক. নিমগাছের প্রশংসা করার জন্য

খ. কবিতা শোনানোর জন্য

গ. গাছের যত্ন নেওয়ার জন্য

ঘ. ভালো কবিতা লেখার জন্য

১২. নিমগাছের দিকে কবি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন?

ক. এর সৌন্দর্যের জন্য

খ. কবিতা শোনানোর জন্য

গ. বৃক্ষপ্রেমের জন্য

ঘ. ভালো কবিতা লেখার জন্য

১৩. লোকটাকে দেখে নিমগাছটার কী ইচ্ছা হলো?

ক. ভালোবাসতে

খ. কথা বলতে

গ. অনুভূতি জানাতে

ঘ. সঙ্গে যেতে

১৪. নিমগাছ না যেতে পেরে কী করল?

ক. দুঃখভারাক্রান্ত হলো

খ. স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল

গ. বিধাতাকে দোষারোপ করল

ঘ. নিজেকে দোষারোপ করল

১৫. যে নিমগাছে শান বাঁধিয়ে দেয়, সে —

i. সৌন্দর্যের পূজারি

ii. স্বাস্থ্য সচেতন

iii. ঔষধি গুণের সমাদরকারী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. ‘নিমগাছ’ গল্পের উপস্থাপনকৌশল —

i. নাটকীয়

ii. কাব্যধর্মী

iii. রম্যকথিকাজাতীয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. বাড়ির বউ নিমগাছটির মতো —

i. অবহেলিত

ii. উপকারী

iii. কর্মবিমুখ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. ‘নিমগাছ’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?

ক. বৃক্ষের অবদান

খ. আত্মত্যাগ ও উপেক্ষা

গ. আত্মত্যাগ ও অহংকার

ঘ. আত্মত্যাগ ও ঔষধি গুণ

১৯. ‘নিমগাছ’ শব্দটিতে রয়েছে —

i. নিমগাছের বর্ণনা

ii. নিমগাছের বাহ্যিক উপকারিতা

iii. গৃহবধূর দুঃখের কথা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. বনফুলের প্রকৃত নাম কী?

ক. প্যারীচাঁদ মিত্র

খ. প্রমথ চৌধুরী

গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

ঘ. আশুতোষ মুখোপাধ্যায়

সঠিক উত্তর

নিমগাছ: ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)