এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
২১. অশোক ট্রেডার্স ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় ক্রয় করে। এক সপ্তাহ পর উক্ত মালের মূল্যের অর্ধেক ১০% বাট্টায় পরিশোধ করা হয়। অশোক ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত?
ক. ৪,৫০০ টাকা
খ. ৯,৫০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ২০,০০০ টাকা
২২. যে বইতে সমজাতীয় লেনদেনসমূহ পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়, তাকে কী বলে?
ক. খতিয়ান খ. জাবেদা
গ. রেওয়ামিল ঘ. উদ্বৃত্তপত্র
২৩. কোনটি প্রস্তুতকরণ হিসাবচক্রের ঐচ্ছিক কাজ?
ক. খতিয়ান খ. রেওয়ামিল
গ. কার্যপত্র ঘ. আর্থিক বিবরণী
২৪. যে দাখিলার মাধ্যমে নগদ ও ব্যাংক উভয় হিসাব প্রভাবিত হয়ে থাকে, তাকে কী বলে?
ক. সমন্বয় এন্ট্রি
খ. বাট্টা এন্ট্রি
গ. সংশোধনী এন্ট্রি
ঘ. বিপরীত এন্ট্রি
২৫. নিচের কোনটি হিসাবচক্রের ধাপ নয়?
ক. জাবেদা
খ. আর্থিক বিবরণী
গ. নগদ প্রবাহ বিবরণী
ঘ. খতিয়ান
২৬. তানভির অ্যান্ড কোং ব্যবসায়ের জন্য ১৫,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে, যার পরিবহন ব্যয় ২০০ টাকা, সংস্থাপন ব্যয় ১,০০০ টাকা নির্বাহ করা হলো। মেশিন হিসাবে কত টাকা ক্রেডিট হবে?
ক. ১৫,০০০ টাকা
খ. ১৫,২০০ টাকা
গ. ১৬,০০০ টাকা
ঘ. ১৬,২০০ টাকা
২৭. যে হিসাব বইয়ে লেনদেনকে তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাকে কী বলে?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. রেওয়ামিল ঘ. নগদান বই
২৮. শ্রমিকদের মধ্যে কাজের বিনিময়ে পণ্য বিতরণের সঠিক জাবেদা কোনটি?
ক. বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
খ. বিবিধ খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
গ. মজুরি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
ঘ. মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
২৯. ডেবিট মেমো ইস্যুর ফলে কী হয়?
ক. ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমে যায়
খ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কমে যায়
গ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বেড়ে যায়
ঘ. ব্যাংক উদ্বৃত্তের কোনো পরিবর্তন হয় না
৩০. লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. স্মারকলিপি
খ. পরিমেল নিয়মাবলি
গ. ভাউচার
ঘ. বিবরণপত্র
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.ক ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.গ ২৬.ঘ ২৭.ক ২৮.গ ২৯.খ ৩০.গ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) | বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) ▶