এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
১১. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. নগদে ক্রয়
খ. ধারে ক্রয়
গ. ক্রয়মূল্যে পণ্য বিতরণ
ঘ. সব ধরনের ক্রয়
১২. ‘জার্নাল’ শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
ক. ফরাসি খ. হিন্দি
গ. আরবি ঘ. তুর্কি
১৩. জীবনবিমা প্রদানের সঠিক জাবেদা কোনটি?
ক. জীবনবিমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
খ. উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
গ. ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
ঘ. উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট
১৪. কারবারি বাট্টা কোন বইতে লিপিবদ্ধ হয়?
ক. দুইঘরা নগদান বইতে
খ. তিনঘরা নগদান বইতে
গ. খুচরা নগদান বইতে
ঘ. হিসাবভুক্ত হয় না
১৫. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝানো হয়?
ক. ব্যাংক থেকে উত্তোলন
খ. ব্যাংক জমার উদ্বৃত্ত
গ. ব্যাংক চার্জ
ঘ. ব্যাংক জমাতিরিক্ত
১৬. কোন সম্পর্কটি সঠিক?
ক. ক্রয় বাট্টা ও প্রাপ্য হিসাব
খ. ক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
গ. বিক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
ঘ. ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা
১৭. নিচের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে ওঠানো যায় না?
ক. হুকুম চেক
খ. বাহক চেক
গ. ভ্রমণকারীর চেক
ঘ. দাগকাটা চেক
১৮. জাবেদার ছকে কলামের সংখ্যা কত?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
১৯. হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজটি হবে?
ক. সংক্ষিপ্তকরণ
খ. শ্রেণিবিন্যাসকরণ
গ. লিপিবদ্ধকরণ
ঘ. আর্থিক ফলাফল নির্ণয়
২০. হিসাবকাল শেষে প্রদেয় হিসাবের উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক. আয় খ. সম্পদ
গ. দায় ঘ. মালিকানা স্বত্ব
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.খ ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.গ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) | বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) ▶