যুক্তরাষ্ট্রের নির্বাচনী কাঠামোর উন্নয়নে জাকারবার্গ দম্পতি
ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উন্নয়ন এবং অবকাঠামো তহবিলে বাড়তি ১০ কোটি মার্কিন ডলার দানের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে জাকারবার্গ এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আগামী ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচন।
জাকারবার্গ বলেছেন, ‘নির্বাচনী অবকাঠামোর জন্য তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। তাই আমরা বাড়তি ১০ কোটি মার্কিন ডলার সেন্টার ফর টেক অ্যান্ড সিভিক লাইফকে (সিটিসিএল) দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে তহবিল সংগ্রহের প্রয়োজনে আমরা পাশে আছি।’
এখন পর্যন্ত ২ হাজার ১০০টির বেশি স্থানীয় নির্বাচন কমিশন সমর্থনের জন্য সিটিসিএলে আবেদন জমা দিয়েছে। সিটিসিএল হচ্ছে শিকাগোভিত্তিক অলাভজনক সংস্থা। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সংস্থাটি আরও সচেতন ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আধুনিকায়নে সহায়তা করতে কাজ করছে।
এর আগে জাকারবার্গ দম্পতি মার্কিন নির্বাচন অবকাঠামোর উন্নয়নে এবং কোভিড-১৯ মহামারি চ্যালেঞ্জ থেকে সুরক্ষার জন্য ৩০ কোটি ডলার দান করেন। এর মধ্যে ছিল নির্বাচন কর্মকর্তাদের সুরক্ষার জন্য বিভিন্ন সুরক্ষা সরঞ্জামের জন্য তহবিল জোগানোর বিষয়টি।
জাকারবার্গ তাঁর পোস্টে এ ধরনের তহবিল দানের ক্ষেত্রে যাঁরা বিঘ্ন সৃষ্টি করছেন, তাঁদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রথম দফায় অর্থ দেওয়ার পর অনেকেই এ নিয়ে মামলা করে তা বন্ধ করার চেষ্টা করেছেন। তাঁরা অভিযোগ করেছেন যে সংস্থাটি দান গ্রহণ করেছে তাদের নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে। কিন্তু এটা মিথ্যা।