২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নিজস্ব অ্যাপ স্টোর তৈরি করতে চায় ভারত

প্লেস্টোরের বিকল্প অ্যাপ স্টোর তৈরি করতে চায় গুগল
ছবি: রয়টার্স

নিজস্ব মুঠোফোন অ্যাপ স্টোর উদ্বোধন বা বর্তমান অ্যাপ স্টোর বিস্তারের কথা ভাবছে ভারত। যদি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গুগল বা অ্যাপল প্ল্যাটফর্মের বিকল্প হিসেবে নতুন অ্যাপ স্টোরের চাহিদা আসে, তবে অ্যাপ স্টোর তৈরির কথা ভাবতে পারে দেশটি। দেশটির এক সরকারি কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের ৫০ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর অধিকাংশই গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তবে ভারতীয় স্টার্টআপগুলোর পক্ষ থেকে গুগলের নীতিমালার সমালোচনা করে বলা হচ্ছে, তাদের প্রবৃদ্ধির ক্ষেত্রে গুগলের নীতিমালা বাধা হয়ে দাঁড়াচ্ছে।

সফটব্যাংকের বিনিয়োগ পাওয়া ভারতীয় অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান পেটিমের অ্যাপ সম্প্রতি গুগলের প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়। গত মাসে কয়েক ঘণ্টার জন্য জুয়া নীতিমালার লঙ্ঘন দেখিয়ে অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে দেয় গুগল।

সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন গুগল বলেছে, অ্যান্ড্রয়েড স্টোরে থাকা অ্যাপে যদি লেনদেন করা হয়, তবে তারা ৩০ শতাংশ কমিশন নেবে।

ভারতের সরকারি এক কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেছেন, নয়াদিল্লি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। তবে সরকার মুঠোফোন প্ল্যাটফর্ম তৈরিতে আগ্রহী, যেখান থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে।

সরকারি ওই কর্মকর্তা বলেন, ‘অ্যাপ স্টোর তৈরি করার আগে আমাদের জানতে হবে, কেউ তা গ্রহণ করবে কি না।’ ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে চাননি।

ভারত সরকার বর্তমানে যে অ্যাপ স্টোর চালু রেখেছে, তাতে সরকারি বিভিন্ন অ্যাপ রয়েছে। সরকার চাইছে, পেটিমের মতো অ্যাপগুলোর জন্য অ্যাপ স্টোরের এই সুবিধা বিস্তৃত করতে।

ভারতের প্রযুক্তি মন্ত্রণালয়, গুগল বা অ্যাপলের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।