নতুন অ্যাপ ‘কানুন’
মামলাসহ ব্যক্তিগত ও পারিবারিক অনেক বিষয়ে আইনি পরামর্শ ও সহায়তার জন্য আইনজীবী প্রয়োজন হয়। অনেকেই প্রয়োজনীয় বিষয় সংশ্লিষ্ট আইনজীবী খুঁজে বের করতে সমস্যায় পড়ে যান।
নাগরিকদের প্রয়োজনীয় আইনি পরামর্শ, তাঁদের সঙ্গে যোগাযোগ এবং আইনজীবী নিয়োগে ‘কানুন’ নামে অ্যাপ চালু করেছে স্টার্টআপ প্রতিষ্ঠান ‘কানুন’।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপটিতে জেলাভিত্তিক আইনজীবীদের নিবন্ধনের ব্যবস্থা রয়েছে। এতে এলাকাভিত্তিক নিবন্ধিত আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে মানুষ। এর বাইরে কানুন অ্যাপটিতে বিষয়ভিত্তিক পরামর্শ গ্রহণের সুবিধাও পাবে।
অ্যাপটিতে আইনজীবীরা বিভিন্ন ক্যাটাগরিতে বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে কানুন ডাউনলোড করে আইনজীবী হিসেবে নিবন্ধন করার পর লগইন করা যাবে।
ফলে, নির্দিষ্ট এলাকার আইনজীবীরা তাঁদের কাছাকাছি অঞ্চলে আইনি সাহায্যপ্রার্থী মানুষের সঙ্গে যোগাযোগ ও কাজ করার সুযোগ পাবেন।
অ্যাপটিতে আইনজীবী নিবন্ধন ছাড়াও আইন–সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আইনি সমস্যায় পড়লে করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বিস্তারিত পরামর্শের জন্য অ্যাপের মাধ্যমেই আইনজীবীর পরামর্শ পাবেন।
এতে দক্ষ আইনজীবী খোঁজা ও তাঁর সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ সহজ হবে।