লন্ডনের কিংস কলেজ দিচ্ছে ফুল-ফ্রি স্কলারশিপ
পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ (পিজিআর) প্রোগ্রামের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কিংস কলেজ। বাংলাদেশসহ যুক্তরাজ্যের বাইরের যেকোনো দেশের শিক্ষার্থীরা এমফিল ও পিএইচডির জন্য এখানে আবেদন করতে পারবেন। পিজিআর স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা কিংস কলেজের হেলথ অনুষদগুলোর মধ্যে যেকোনো একটিতে অথবা ন্যাচারাল কিংবা গাণিতিক বিজ্ঞান অনুষদে পড়তে পারবেন। আগামী ১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
মেডিকেল শিক্ষা ও বায়োমেডিকেল বিষয় নিয়ে গবেষণার জন্যও খ্যাতি রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে।
* প্রত্যেক শিক্ষার্থী বার্ষিক ১৭ হাজার ৬০৯ পাউন্ড (২০ লাখ ৬৯ হাজার টাকা) পাবেন।
*এ ছাড়া গবেষণা প্রজেক্টের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৫৮ হাজার টাকা পর্যন্ত গবেষণা ব্যয় পেতে পারেন।
আবেদনের যোগ্যতা
*আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
*ফুল-টাইম এমফিল/পিএইচডির জন্য আবেদন করতে হবে।
*২০২২ সালের জুনের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে।
বাছাই প্রক্রিয়া
*প্রার্থীর গবেষণা প্রস্তাব (প্রপোজাল), একাডেমিক ফলাফল এবং স্টেটমেন্ট অব জাস্টিফিকেশন যাচাই করে এ বৃত্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।