কানাডায় বৃত্তি নিয়ে স্নাতকোত্তর, বয়স ৩০ হলেই আবেদন

কানাডার গবেষণাভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় হলো ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। ১৮২১ সালে যাত্রা শুরু বিশ্ববিদ্যালয়টির। ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিল শহরে। বিশ্ববিদ্যালয়টির অবস্থান দেশটির শীর্ষেই। ১৫০টির বেশি দেশ থেকে প্রতিবছর হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যান। বিশ্ববিদ্যালয়টিতে ৪০০টির বেশি প্রোগ্রাম রয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেয় এ বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর পর্যায়ে দেওয়া হয় এ বৃত্তি। ‘ম্যাককল ম্যাকবেইন’ স্কলারশিপ নামে দেওয়া হয় এ বৃত্তি। নির্বাচিত ১০ শিক্ষার্থী/স্কলার এ স্কলারশিপ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ‘ম্যাককল ম্যাকবেইন’ স্কলারশিপে। আবেদন করা যাবে ২১ আগস্টের মধ্য।

আরও পড়ুন
আরও পড়ুন

ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপের সুযোগ-সুবিধা—

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে

  • জীবনযাত্রার ব্যয়ের সম্পূর্ণ খরচ প্রদান করবে

  • আবাসন ও মাসিক ভাতা প্রদান করবে

  • শিক্ষার্থী বা গবেষক তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে পৃথক মেন্টরশিপ পাবেন, যা তাঁদের একাডেমিক ও ক্যারিয়ার গঠনের পাশাপাশি প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করবে।

আবেদনের যোগ্যতা—

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

  • স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে

  • একাডেমিক ফল ভালো হতে হবে

  • আবেদনের সময় প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না

  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করতে হবে আগ্রহীদের। আবেদন করতে এবং বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন
আরও পড়ুন