পূর্ণ শিক্ষাবৃত্তি নিয়ে নরওয়ে যাচ্ছেন চুয়েটের যে আট শিক্ষার্থী

চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাছবি: প্রথম আলো

উচ্চশিক্ষার জন্য পূর্ণ শিক্ষাবৃত্তি নিয়ে নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আট শিক্ষার্থী। চুয়েট ও এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় ভিন্ন দুই মেয়াদে তাঁদের এ শিক্ষাবৃত্তির সুযোগ দেওয়া হয়েছে।

পাঁচ মাস মেয়াদি মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি প্রোগ্রামে এক সেমিস্টার অধ্যয়নের জন্য সুযোগ পেয়েছেন পাঁচজন শিক্ষার্থী। তারা হলেন আদিত্য চৌধুরী জয়, মো. ইয়াসির ভূঁইয়া, মো. আমিরুল মোমিনিন, আহমেদ আবদুল্লাহ মুজাহিদ ও শীতল রায়। তাঁরা সবাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন

এ ছাড়া ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্সে অধ্যয়নের জন্য সুযোগ পেয়েছেন আরও তিন শিক্ষার্থী। তারা হলেন রাকিব বিন নাসির, প্রমিত পাল ও আবদুল্লাহ মোহাম্মদ জোবায়ের। রাকিব বিন নাসির যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী এবং প্রমিত পাল ও আবদুল্লাহ মোহাম্মদ জোবায়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী।

চলতি বছরের আগস্ট মাসে তারা নরওয়ের উদ্দেশে দেশত্যাগ করবেন বলে জানা গেছে। এ শিক্ষাবৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে পড়ার পাশাপাশি নরওয়েতে অবস্থানের সময় জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে ১২ হাজার ৬০০ নরওয়েজিনার ক্রোনার পাবেন।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভাবনের সিন্ডিকেট কক্ষে চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের সহ–উপাচার্য জামাল উদ্দীন আহাম্মদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন কাজী আফজালুর রহমান, রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং কেয়ার প্রকল্পের পরিচালক ও সমন্বয়ক আবু সাদাত মোহাম্মদ সায়েম।

আরও পড়ুন

উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘যারা এ বছর নরওয়ে যাচ্ছে, তাদের সবার জন্য রইল শুভকামনা। আশা করছি, তারা তাদের গবেষণা ও পরিশ্রমের মাধ্যমে চুয়েটের পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করবে। প্রকল্পটি আরও দীর্ঘমেয়াদি করা এবং তার পরিধি বৃদ্ধির জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

পাঁচ মাস মেয়াদি কোর্সের জন্য নির্বাচিত হওয়া যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আদিত্য চৌধুরী জয় বলেন, ‘ভিনদেশে চুয়েটকে প্রতিনিধিত্ব করার এ সুযোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। কেয়ার প্রকল্পটি নবায়নযোগ্য শক্তিতে সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে, যা ভবিষ্যতে বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা করবে। আমাকে এ সুযোগ করে দেওয়ার জন্য আমি চুয়েট কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আরও পড়ুন

চলমান কেয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক ও সমন্বয়ক অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, ‘চলমান এ প্রকল্পের আওতায় চুয়েট থেকে ৩১ জন শিক্ষার্থী নরওয়েতে যাবে। এরই ধারাবাহিকতায় গত বছরের ন্যায় এবারও আমরা আটজন শিক্ষার্থীকে পাঠাচ্ছি। তারা ওখানে নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করবে। আমরা প্রকল্পটিতে আরও দীর্ঘমেয়াদি এবং আরও বেশিসংখ্যক শিক্ষার্থী পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে এ বছর নরওয়ে থেকেও দুজন শিক্ষার্থী ও দুজন শিক্ষক চুয়েটে আসবেন। একই সঙ্গে চুয়েটের দুজন শিক্ষক আগস্ট মাসে নরওয়েতে যাবেন।’

এ শিক্ষাবৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, আগ্রহী শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা এবং ভালো ফলের দিকে বেশি নজর দিতে হবে। সেই সঙ্গে ভালো মানের পাবলিকেশন, যোগাযোগের দক্ষতা এবং সাক্ষাৎকারের অভিজ্ঞতা অনেক বেশি কাজে লাগবে।

আরও পড়ুন
আরও পড়ুন