হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শিক্ষা ঋণ, দিতে হবে না কোনো সুদ

বৃত্তি

হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘মেধা লালন প্রকল্পে’র অধীনে শুধু ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শিক্ষাঋণ প্রদান করবে। এ শিক্ষাঋণটি সম্পূর্ণ সুদমুক্ত। ছাত্রছাত্রীদের দরিদ্র ও মেধাবী হতে হবে। মাসিক শিক্ষাঋণের পাশাপাশি প্রকল্পভুক্ত ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষাবর্ষে শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে, যা সম্পূর্ণ ফেরত দিতে হবে না।

আবেদন ফরম সংগ্রহের নিয়ম—

ছাত্রছাত্রীরা নির্ধারিত আবেদন ফরম  ফাউন্ডশেনের অফিস থেকে সরাসরি নিতে পারবে অথবা ফাউন্ডেশনের ওয়েবসাইট hdfbd.com থেকে সংগ্রহ করতে পারবে।

আরও পড়ুন

আবেদন ফরম জমা দেওয়ার নিয়ম—

আবেদন ফরম ডাকযোগে বা সরাসরি হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অফিসে (শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন সকাল ৯.৩০ থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত) জমা দেওয়া যাবে।

শিক্ষাঋণ ও শিক্ষা উপকরণ কেনার জন্য অনুদান

  • উচ্চমাধ্যমিক শ্রেণি: মাসিক শিক্ষাঋণ: ১ হাজার ১৫০ টাকা, প্রতি শিক্ষাবর্ষে অফেরতযোগ্য অনুদান: বিজ্ঞান/ভোকেশনাল: ৭০০ টাকা, মানবিক/বাণিজ্য/অন্যান্য: ৫০০ টাকা।

  • স্নাতক শ্রেণি (শুধু প্রকল্পভুক্ত সদস্যদের জন্য): মাসিক শিক্ষাঋণ: জেনারেল ১ হাজার ৭০০ টাকা, টেকনিক্যাল ১ হাজার ৮০০ টাকা।

  • প্রতি শিক্ষাবর্ষে অফেরতযোগ্য অনুদান: জেনারেল ১ হাজার টাকা, টেকনিক্যাল ২ হাজার টাকা।

আরও পড়ুন

আবেদনকারীর যোগ্যতা—

  • বিজ্ঞান/ভোকেশনাল বিভাগ: ন্যূনতম জিপিএ (জেলা সদরের স্কুল) ৪.৪, ন্যূনতম জিপিএ: (জেলা সদরের বাইরের স্কুল) ৪.২।

  • মানবিক/বাণিজ্য/অন্যান্য বিভাগ: ন্যূনতম জিপিএ (জেলা সদরের স্কুল) ৪.২, (জেলা সদরের বাইরের স্কুল) ৪.০।

  • ভোকেশনাল, টেকনিক্যাল/পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে অগ্রাধিকার দেওয়া হবে।

  • শুধু প্রাথমিকভাবে বাছাই করা ছাত্রছাত্রীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় (লিখিত ও মৌখিক)অংশগ্রহণের জন্য ডাকা হবে। প্রকল্পসংশ্লিষ্ট সব বিষয়ে ফাউন্ডেশনের সিদ্ধান্তই চূড়ান্ত।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৪।

*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.hdfbd.com

আরও পড়ুন