জাপানে ৩-৬ মাসের ইন্টার্নশিপ, বিমান টিকিট-আবাসন-ইনস্যুরেন্সের সঙ্গে দিনে ২৪০০ ইয়েন

প্রথম আলো ফাইল ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপান। দেশটির ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ওআইএসটি) এ সুযোগ বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ রিচার্স ইন্টার্নশিপে।

ওআইএসটি বছরে দুবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার যাচাই করে দেওয়া হয় এই ইন্টার্নশিপ। ২০২৫ সালের ইন্টার্নশিপের আবেদন চলছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল, ২০২৫। ২০২৫ সালের ১ অক্টোবর শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন

সুযোগ-সুবিধাসমূহ—

  • রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন (১ হাজার ৮৫১ টাকা, ১ ইয়েন সমান শূণ্য দশমিক ৭৭ পয়সা ধরে) মিলবে;

  • ফ্রি ভিসা সাপোর্ট;

  • ওআইএসটির শাটল বাসের পাস;

  • ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট;

  • আবাসনসুবিধা ও

  • ইনস্যুরেন্সের সুবিধাও মিলবে ইন্টার্নশিপে।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতাসমূহ—

  • যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

  • স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

  • শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে;

  • ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথি—

  • স্টেটমেন্ট অব পারপাস লিখতে হবে। লিখতে হবে ৪০০ শব্দে;

  • আবেদনকারীর ছবি

  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে);

  • পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

  • রিকমেন্ডেশন লেটার।

আরও পড়ুন

আবেদনপ্রক্রিয়া—

আনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের লিংক থেকে ইন্টার্নশিপ-সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে। ওয়েবসাইটে লগইন করার পরই ফরম পূরণ করে আবেদন করতে হবে।

*আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল, ২০২৫ সাল।

*লগইন করতে এখানে ক্লিক করুন

*ওয়েবসাইট লিংকের জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন