বৃত্তির টাকা পেতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য সংশোধনের আহ্বান

২০২৩-২৪ অর্থবছরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর ভুলসহ অন্য তথ্যের অসংগতির কারণে উপবৃত্তির টাকা বাউন্সব্যাক হয়েছে। যেসব শিক্ষার্থীর উপবৃত্তির টাকা বাউন্সব্যাক বা রিটার্ন হয়েছে, তাদের আবার টাকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর ও প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন। ২০ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সব অ্যাকাউন্টের তথ্য সংশোধন ও হালনাগাদ করতে হবে।

আরও পড়ুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির তালিকাভুক্ত শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ফেরত আসা (বাউন্সব্যাক) অ্যাকাউন্টের তথ্য সংশোধন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২০ জানুয়ারির মধ্যে এসব অ্যাকাউন্টের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) অ্যাপের মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রজেক্টে (এসইএসপি) সংশোধন ও হালনাগাদ করতে হবে। এ ছাড়া আগে এন্ট্রি করা শিক্ষার্থীদের অভিভাবকের ভুল তথ্য সংশোধন করে ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ই–মেইলে পাঠাতে বলা হয়েছে। এসব নির্দেশনা সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর ভুলসহ অন্যান্য তথ্যের অসংগতির কারণে উপবৃত্তির টাকা বাউন্সব্যাক হয়েছে। যেসব শিক্ষার্থীর উপবৃত্তির টাকা বাউন্সব্যাক বা রিটার্ন হয়েছে, তাদের অনুকূলে আবার টাকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর ও প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন। ভুলের কারণ যাচাই করে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর ও সংশ্লিষ্ট ভুল তথ্য শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক এসইএসপি-এমআইএস সফটওয়্যারে সংশোধনের সময়সীমা ২০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে আবশ্যিকভাবে উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করে তথ্য সংশোধন বা হালনাগাদ করতে হবে।

আরও পড়ুন

একই শিক্ষার্থীর একাধিক পেমেন্ট চক্রে একাধিকবার বাউন্সব্যাক থাকলে যেকোনো একটি পেমেন্ট চক্র সংশোধন-হালনাগাদ করলেই অন্যান্য পেমেন্ট চক্র স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হবে। একই শিক্ষার্থীর তথ্য একাধিক পেমেন্ট চক্রে একাধিকবার সংশোধন করার প্রয়োজন নেই। এ ছাড়া উপবৃত্তির সুবিধাভোগী কোনো শিক্ষার্থীর এসইএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রিকৃত অভিভাবকের তথ্য পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যাবতীয় তথ্যসহ [email protected]–এই ই–মেইলে ১৫ জানুয়ারির মধ্যে আবেদন পাঠাতে হবে।

আরও পড়ুন