টোফেলে ন্যূনতম ৮০, আইইএলটিএসে ৭ থাকলেই যুক্তরাষ্ট্রের বৃত্তি
যুক্তরাষ্ট্র ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাস্টিস্ট্যান্ট প্রোগ্রামের আওতায় একটি বৃত্তি দেবে। দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানোর জন্য শিক্ষকদের দেওয়া হবে এ বৃত্তি। এর মধ্য দিয়ে শিক্ষকদের দক্ষতা বা কুশলতা, ইংরেজি ভাষার দক্ষতা ও তাঁদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাস্টিস্ট্যান্ট (এফএলটিএ)’ শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন আহ্বান করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য সম্মানজনক ও খ্যাতনামা স্কলারশিপ প্রোগ্রাম হলো ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর জেমস উইলিয়াম ফুলব্রাইট ১৯৪৫ সালে সিনেটে স্কলারশিপ দেওয়ার জন্য বিল উত্থাপন করেন। ১৯৪৬ সাল থেকে তাঁর নাম অনুসারে এই স্কলারশিপ প্রোগ্রাম চালু হয়। ফুলব্রাইট বৃত্তি পাওয়া ৫৪ জন নোবেল পুরস্কার পেয়েছেন। ৮২ জন পেয়েছেন পুলিৎজার পুরস্কার।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় এই ফুলব্রাইট প্রোগ্রাম পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া গবেষক, ইয়াং প্রোফেশনালদের এ বৃত্তি দেওয়া হয়।
কারা আবেদন করতে পারবেন, তা–ও জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। ফুলব্রাইট এ বৃত্তির আবেদনে কিছু শর্ত পূরণ করতে হবে আগ্রহীদের—
*বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
* বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* ইংরেজিতে পারদর্শী হতে হবে।
* টোফেলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে।
* আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।
আবেদনপদ্ধতি
* অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
* একাডেমিক নম্বরপত্র।
* তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড/উপস্থাপন করবেন।
* একাডেমিক রেকর্ড–বিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)।
* টোফেল/আইইএলটিএসের স্কোরের সনদ।
আবেদন শেষ কবে
৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা।
* আবেদনের বিস্তারিত দেখুন এখানে (https://apply.iie.org/apply/?sr=06ea02ba-4e1f-4b25-a72d-9892ac14cc8b)
* আবেদনের নির্দেশনা দেখুন এখানে (https://bd.usembassy.gov/wp-content/uploads/sites/70/FLTA-2024-2025-Online-Application-Instructions.pdf)
ফুলব্রাইট এফএলটিএ পোগ্রামে যুক্তরাষ্ট্রে যাওয়া ফেলোরা মার্কিন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। ফেলো ও তাঁদের শিক্ষার্থীদের একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ থাকবে এ প্রোগ্রামে।
ফুলব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্সে তা করবেন। এর মধ্যে একটি মার্কিন স্টাডিজের। ২০০৬ সাল থেকে প্রায় ৫০ বাংলাদেশি শিক্ষাবিদ এ মর্যাদাপূর্ণ শিক্ষা বিনিময়ে অংশগ্রহণ করেছেন।