থাইল্যান্ডে জিপিএ ২.৭৫ হলেই বৃত্তির আবেদন, থাকবে ভাতা–টিকিট–আবাসনের সুবিধা
বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে পড়ার সুযোগ দিচ্ছে থাইল্যান্ড। দেশটির চুলাভার্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট স্কলারশিপের আওতায় দুই বছরমেয়াদি স্নাতকোত্তর পড়া যাবে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের চুলাভার্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের আবেদন ফরমটি পূরণ করতে হবে।
সুযোগ-সুবিধাগুলো—
টিউশন ফি ও অন্যান্য একাডেমিক খরচ;
ভিসা ফি;
মাসিক ভাতা;
রাউন্ড এয়ার ট্রিপ;
বিনা খরচে আবাসনসুবিধা;
শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আলাদা ভাতা;
স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে;
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে ও থাকতে হবে আইইএলটিএস বা টোয়েফল সনদ;
চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। রসায়ন, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি, ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্সসহ যেকোনো একটি বিষয়ে সিজিপিএ অন্তত ২ দশমিক ৭৫ থাকতে হবে;
যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন, সেই প্রোগ্রামের অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে।
আবেদনের শেষ সময়
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য আবেদন করতে হবে।
*আবেদন ফরম ও বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন এখানে।