২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে ফেলোশিপ, জীবনযাপনের জন্য বছরে ১৫০০০ ডলার, আবেদনের সুযোগ যাদের

ইউজিসি–ম্যাকগিল পিএইচডি ফেলোশিপের আবেদন চলছেছবি : কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নেওয়া

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) ও কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি যৌথভাবে ইউজিসি–ম্যাকগিল পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম নামের একটি পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগুলোর আগ্রহী শিক্ষার্থীদের কাছে থেকে এ প্রোগ্রামের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনকারীকে অবশ্যই ১৪ আগস্ট ২০২৪ (কানাডার স্ট্যান্ডার্ড সময় ও তারিখ) অনুযায়ী তারিখের মধ্যে আবেদনপ্রক্রিয়া শেষ করতে হবে।

ইউজিসি–ম্যাকগিল পিএইচডি ফেলোশিপের আবেদন চলছে
ছবি : কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নেওয়া
আরও পড়ুন

ফেলোরা যেসব সুবিধা পাবেন—

*জীবনযাত্রার ব্যয়ভার হিসেবে বার্ষিক ১৫,০০০ কানাডিয়ান ডলার
*স্বাস্থ্য ও লিডিং ইনস্যুরেন্স হিসেবে ১১০০ কানাডিয়ান ডলার
*বার্ষিক গ্যালারি সাপোর্ট হিসেবে ৯৮০০ কানাডিয়ান ডলার
*বিমান যাতায়াত হিসেবে ৩০০০ কানাডিয়ান ডলার।

এ ছাড়া পূর্ণ টিউশন হিসেবে ফেলোরা বার্ষিক ২০,২১৪ কানাডিয়ান ডলার পাবেন। পিএইচডি শিক্ষার্থীদের জন্য চার বছর পর্যন্ত অর্থায়ন করা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

ফেলোশিপের প্রয়োজনীয় বিস্তারিত তথ্য ইউজিসির ওয়েবসাইটে (নোটিশ বোর্ড অথবা স্কলারশিপ/ফেলোশিপ বক্স দ্রষ্টব্য) পাওয়া যাবে, যা প্রার্থীদের নিজ দায়িত্বে সংগ্রহ করে নিতে হবে। এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না।

*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.ugc.gov.bd