বঙ্গবন্ধুর নামে জার্মানির বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ, মাসে ৩৫০০ ইউরোর সঙ্গে স্বাস্থ্য বিমা, বিমান টিকিট, আবাসন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউট (এসএআই)। আগ্রহী ব্যক্তিরা উইন্টার সেমিস্টার, ২০২৩ (অক্টোবর ২০২৩ থেকে মার্চ ২০২৪) সময়ে এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা
একটি বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা বাংলাদেশের স্বীকৃত পাবলিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষক হতে হবে।
সুযোগ–সুবিধা
প্রতি মাসে ৩ হাজার ৫০০ ইউরো;
স্বাস্থ্যবিমা;
ভিসা ও বিজনেস ক্লাসের বিমান টিকিট (স্বামী/স্ত্রী);
বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বার্লিনে আবাসনের ব্যবস্থা করা হবে;
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় অফিস সুবিধা ও লাইব্রেরিসহায়তা দেবে।
ফেলোশিপ পেলে যা করতে হবে
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান। প্রতি সপ্তাহে দুই ঘণ্টার একটি ক্লাস করাতে হবে;
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে নতুন শিক্ষণ উদ্যোগ উন্নয়নে সাহায্য করা;
গবেষণা প্রকল্প ও অন্যান্য যৌথ কার্যক্রম উন্নয়নে সহযোগিতা;
বিভাগীয় সেমিনার, সম্মেলন ও অনুষদ সভায় অংশ নিতে হবে;
‘বাংলাদেশ লেকচার’ নামে দুটি পাবলিক বক্তৃতা প্রদান করতে হবে।
আবেদন যেভাবে
প্রাসঙ্গিক অভিজ্ঞতার কাগজপত্র, ফেলোশিপে আগ্রহের কারণ এবং বাংলাদেশ ও সাউথ এশিয়া ইনস্টিটিউটের গবেষণা এবং শিক্ষা বিকাশে কিছু ধারণার পরামর্শের কাগজপত্র সংযুক্ত করতে হবে;
প্রকাশনার তালিকাসহ পূর্ণ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে;
প্রকাশনার মূল্যায়ন বা যাচাইকারী দুইজনের নাম ও যোগাযোগের পূর্ণ ঠিকানা দিতে হবে;
কাগজপত্র এক্সিকিউটিভ সেক্রেটারি, সাউথ এশিয়া ইনস্টিটিউট, হাইডেলবার্গ ইউনিভার্সিটি বরাবর (ড. মার্টিন গিসলম্যান: [email protected]) ই–মেইলে পাঠাতে হবে।
আবেদন শেষ কবে : আগ্রহী ব্যক্তিরা ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।