কানাডার অটোয়া ইউনিভার্সিটির বৃত্তি, স্নাতকোত্তরে বছরে ৭৫০০ ও পিএইচডিতে ৯০০০ ডলার

ছবি: বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট থেকে নেওয়া

নানা কারণে কানাডা বিদেশি শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য। যদিও সাম্প্রতিক সময়ে দেশটি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দিয়েছে। তবে এরপরও কম টিউশন ফি, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা এবং নাগরিকত্ব ও চাকরির সুযোগের কারণে কানাডায় যেতে চান অনেকেই। কেউ কেউ পকেটের অর্থ খরচ করে কেউবা স্কলারশিপে দেশটিতে পড়তে যান। দেশটিতে আছে নানা স্কলারশিপের সুযোগ। তেমনি একটি ইউনিভার্সিটি অব অটোয়া অ্যাডমিশন স্কলারশিপ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবেদনপ্রক্রিয়া চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

অটোয়া ইউনিভার্সিটি স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রতিবছর সাড়ে ৭ হাজার ডলার ও পিএইচডি ডিগ্রির জন্য বছরে ৯ হাজার ডলার দেবে।

আবেদনের যোগ্যতা

* আগ্রহীদের ভালো ফলাফল থাকতে হবে

* আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৭ থাকতে হবে।

আরও পড়ুন

প্রয়োজনীয় তথ্য

প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে সিভি, সুপারিশের চিঠি, পাসপোর্টের অনুলিপি এবং একাডেমিক প্রতিলিপি সংযুক্ত করতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার সনদ দেখাতে হবে।

আরও পড়ুন
ছবি: বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদনপদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত দেখতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ

আগামী ৩০ এপ্রিল, ২০২৫

আরও পড়ুন