২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ: পিএইচডি প্রোগ্রামে বাংলাদেশিদের সুযোগ

ফাইল ছবি

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ফুলটাইম ফ্যাকাল্টি মেম্বারদের কাছ থেকে কমনওয়েলথ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন

পিএইচডি প্রোগ্রামের টার্মগুলো—

১. সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট

২. স্ট্রেংদেনিং হেলথ সিস্টেম অ্যান্ড ক্যাপাসিটি

৩. বৈশ্বিক উন্নয়ন

৪. বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও গভর্ন্যান্স শক্তিশালীকরণ

৫. স্ট্রেংদেনিং রিসাইলেন্স অ্যান্ড রেসপন্স টু ক্রাইসিস

৬. অ্যাকসেস, ইনক্লুশন অ্যান্ড অপরচুনিটি

আবেদনের জন্য যোগ্যতা—

আবেদনকারীর অবশ্যই উচ্চতর দ্বিতীয় শ্রেণির (২:১) অনার্স স্ট্যান্ডার্ড/সিজিপিএ অথবা একটি দ্বিতীয় শ্রেণির (২:২) অনার্স স্ট্যান্ডার্ড/সিজিপিএ ডিগ্রির ক্ষেত্রে একটি ফাস্ট৴ ডিগ্রি এবং একই শর্তে একটি সংশ্লিষ্ট পোস্টগ্র্যাজুয়েট যোগ্যতা বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

* কেবল নির্বাচিত বা শর্টলিস্টেড প্রার্থীদেরই সাক্ষাত্কারের জন্য ডাকা হবে।

* আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র যুক্ত করতে হবে: উত্তীর্ণ সব পরীক্ষার একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিটসমূহ, ভাষাদক্ষতার রেজাল্টশিট/সার্টিফিকেট এবং ১ কপি পাসপোর্ট সাইজ ছবি। এ ছাড়া রেজিস্ট্রার অফিস থেকে গৃহীত নমিনেশনের একটি হার্ড কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।

আরও পড়ুন

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

দ্য সেক্রেটারি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশ (কক্ষ নং-৬১০), আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা। এ ছাড়া হার্ড ডকুমেন্টের একটি পিডিএফ কপি অবশ্যই [email protected] এই ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.ugc.gov.bd

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন