আগা খান ফাউন্ডেশনের বৃত্তি, বয়স ৩০ হলেও আবেদন
বিদেশি শিক্ষার্থীদের প্রতিবছর বৃত্তি দেয় আগা খান ফাউন্ডেশন। এ বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ মেলে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আগা খান ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। স্কলারশিপ প্রোগ্রামে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। ৩০ বছরের কম বয়সী তরুণ পেশাদারদের বৃত্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩১ মার্চ, ২০২৪।
এ বৃত্তির জন্য বাংলাদেশসহ আফগানিস্তান, কানাডা, মিসর, ফ্রান্স, ভারত, কেনিয়া, কিরগিজস্তান, মাদাগাস্কার, মোজাম্বিক, পাকিস্তান, পর্তুগাল, সিরিয়া, তাজিকিস্তান, তানজানিয়া, উগান্ডা ও যুক্তরাষ্ট্রের নাগরিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত উন্নয়নশীল দেশের উন্নয়ন-সম্পর্কিত গবেষণায় আগ্রহী কানাডা, ফ্রান্স, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রের নাগরিক শিক্ষার্থীদের কাছ থেকে শুধু শিক্ষার অর্থায়নের অন্য কোনো উপায় না থাকা সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে।
সুযোগ-সুবিধা—
আগা খান ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামের সুযোগ-সুবিধা অর্ধেক অনুদান ও অর্ধেক ঋণ হিসেবে গঠিত, যেখানে শিক্ষার্থীকে বৃত্তির পরিমাণের ৫০ শতাংশ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের সময় পাঁচ বছর।
প্রয়োজনীয় যোগ্যতা—
* স্নাতক ডিগ্রি বা সমমানের প্রশিক্ষণ বা পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে
* ভালো একাডেমিক ফলাফল হওয়া আবশ্যক
* প্রকৃত আর্থিক প্রয়োজন প্রদর্শন করতে হবে
* একটি চিন্তাশীল, নির্ভরযোগ্য, বহু-উৎসবিশিষ্ট তহবিলের পরিকল্পনা তৈরি করতে হবে
* স্বনামধন্য স্নাতকোত্তর প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ অর্জন করতে হবে
* পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত কৃতিত্ব ও সহশিক্ষামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া—
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা আগা খান ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তি ও আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।