বিশ্ব বাণিজ্য সংস্থার ইন্টার্নশিপ জেনেভায়, দিনে ৬০ সুইস ফ্রাঙ্কসহ অন্য সুবিধা
ইন্টার্নশিপ একজন শিক্ষার্থীকে নিজ বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার পাঠ্যক্রমের অংশ হিসেবে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের অধীনে কাজ করার সুযোগ প্রদান করে। এর মাধ্যমে শিক্ষার্থী কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা আনতে সহায়তা করে। পাঠ্যক্রমের অংশ হিসেবে বাধ্যতামূলক না হলেও অনেক শিক্ষার্থীই শিক্ষাজীবনের শেষে ঐচ্ছিকভাবে ইন্টার্নশিপকে বেছে নেন কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্যই। ইন্টার্নশিপের প্রধান উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থীকে তাঁর মূল কর্মজীবন শুরু করার আগে কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করা। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ইন্টার্নশিপের সময়কাল সাধারণত তিন মাস থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হয়। বেশির ভাগ প্রতিষ্ঠানই ইন্টার্নশিপ সময়কালে পারিশ্রমিক হিসেবে শিক্ষার্থীদের শিক্ষানবিশ ভাতা প্রদান করে।
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তরে তিনটি ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে। প্রথমটি ‘ডব্লিউটিও ইন্টার্নশিপ প্রোগ্রাম।’ এটি ডব্লিউটিওর সব সদস্যদেশ বা বিশেষ অঞ্চলের স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। দ্বিতীয়টি ‘চায়না এলডিসি ও অ্যাকসেশন প্রোগ্রাম’। এটি চীনা ডব্লিউটিও অ্যাকসেশন ইন্টার্নশিপ প্রোগ্রাম নামেও পরিচিত। তৃতীয় ও শেষ প্রোগ্রামটি হলো ডব্লিউটিও সাপোর্ট প্রোগ্রাম ফর ডক্টরাল স্টাডিজ। দ্বিতীয় ও তৃতীয় প্রোগ্রামটি উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত। ইন্টার্নশিপের প্রোগ্রামগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার বৈচিত্র্য বাড়ানোর জন্যই।
ডব্লিউটিও ইন্টার্নশিপ প্রোগ্রাম ছয় মাসের জন্য দেওয়া হয়। ইন্টার্ন করার সময় প্রতিদিন ৬০ সুইস ফ্রাঙ্ক দেওয়া হয়। মেডিকেল ইনস্যুরেন্সসহ নানা সুযোগ–সুবিধা আছে।
আবেদনের যোগ্যতা
*ডব্লিউটিও সদস্যরাষ্ট্রের নাগরিক হতে হবে;
*একটি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক অধ্যয়ন সম্পন্ন করেছেন এবং স্নাতকোত্তর অধ্যয়নের কমপক্ষে এক বছর শেষ করেছেন;
*ইন্টার্নশিপে আবেদনের সময় বয়স কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়সী হতে হবে।