চীনের এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম, দিনে ৯০ ডলারের সঙ্গে নানা সুযোগ

এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেনছবি: এআইআইবির ওয়েবসাইট থেকে নেওয়া

চীনের উদ্যোগে গঠিত একটি ব্যাংক হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। ব্যাংকটি ২০২৫ সালের জন্য গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে। এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম তরুণ পেশাদারদের জন্য। এশিয়ায় টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে অতুলনীয় অভিজ্ঞতা অর্জনে উৎসাহীদের জন্য এই ইন্টার্নশিপ প্রোগ্রাম একটি অনন্য সুযোগ হিসেবে দেখা হয়। আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ইন্টার্নশিপ প্রোগ্রাম হবে চীনের রাজধানী বেইজিংয়ে।

এ ইন্টার্নশিপে নানা প্রকল্পভিত্তিক কাজে শিক্ষার্থীদের যুক্ত করা হয়। ইন্টার্নরা সহযোগিতামূলক একটি প্রকল্পে জড়িত হতে পারেন, যেখানে দুই-তিনজন ইন্টার্নের দল ব্যবসায়িক বিভিন্ন চ্যালেঞ্জের জন্য সমাধান তৈরি এবং বাস্তবায়নের সুযোগ পান। হাতে–কলমে নানা অভিজ্ঞতা লাভের সুযোগ মেলে এ ইন্টার্নশিপে। চীনের এ ব্যাংকের নানা প্রকল্প, উদ্যোগ ও কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত হওয়া যায় গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হলে। পেশার উন্নয়ন ঘটে গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামে। নানা সংস্কৃতির অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করার সুযোগ মিলবে। এশিয়ায় অবকাঠামোগত অর্থায়নের অনন্য চ্যালেঞ্জ বোঝা এবং আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়নের ক্ষেত্রে এগিয়ে থাকা নেতৃত্ব এবং বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ তৈরি হয় এ ইন্টার্নশিপ প্রোগ্রামে।

আরও পড়ুন

ইন্টার্নশিপের ধরন—

এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের অর্থপূর্ণ পেশাদারি ও একাডেমিক অভিজ্ঞতার জন্য দুই ধরনের ইন্টার্নশিপ প্রদান করে থাকে। ১. করপোরেট ইন্টার্নশিপ ও ২. গবেষণা/একাডেমিক ইন্টার্নশিপ।

ইন্টার্নশিপে আবেদনের যোগ্যতা—

  • বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন

  • আবেদনকারীদের অবশ্যই চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে

  • পেশাদারি যোগ্যতা থাকতে হবে

  • যোগাযোগ, সাংগঠনিক ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে

  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পূর্ণ সময়ের মাস্টার্স বা ডক্টরেট প্রোগ্রামের শিক্ষার্থী হতে হবে

  • এআইআইবির প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিগ্রি অর্জন করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন

  • প্রাসঙ্গিক পেশাদারি কাজসম্পন্ন চাকরি এবং ইন্টার্নশিপে অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা মিলতে পারে, তবে এটি প্রয়োজনীয় নয়

  • ইংরেজিতে সাবলীল (মৌখিক ও লিখিত)।

এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের অর্থপূর্ণ পেশাদারি ও একাডেমিক অভিজ্ঞতার জন্য দুই ধরনের ইন্টার্নশিপ প্রদান করে থাকে
ছবি: এআইআইবির ওয়েবসাইট থেকে নেওয়া
আরও পড়ুন

ইন্টার্নরা যে যে সুযোগ পাবেন—

গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামে কেউ নির্বাচিত হলে নানা সুযোগসুবিধা পাবেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে। ইন্টার্নরা প্রতি কর্মদিবসে ৯০ মার্কিন ডলার করে পাবেন। এ ছাড়া বেইজিং থেকে যেকোনো জায়গায় যাতায়াতের জন্য ফ্লাইটের টিকিটও পাবেন।

আবেদন কীভাবে—

গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি দেখতে এখানে ঢুঁ মারতে পারেন শিক্ষার্থীরা।

আবেদনের শেষ কবে—

আগ্রহী প্রর্থীরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বাছাইপ্রক্রিয়া চলবে এপ্রিল পর্যন্ত। এর পর থেকে নির্বাচিত প্রার্থীদের জানানো হবে ইন্টার্নশিপের জন্য। আগামী ১ জুলাই থেকে শুরু হবে ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন
আরও পড়ুন