এইচএসসিতে বৃত্তি পাবেন ১০ হাজার ৫০০ শিক্ষার্থী, কোন বোর্ডে কতজন, কত পাবেন
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবার সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। তাঁদের মধ্যে ১ হাজার ১২৫ জন পাবেন মেধাবৃত্তি আর ৯ হাজার ৩৭৫ জন পাবেন সাধারণ বৃত্তি। ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বা গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বৃত্তির কোটা বণ্টন করে এ–সংক্রান্ত আদেশ জারি করেছে।
কোন বোর্ডে কতজন বৃত্তি পাবেন
গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা শিক্ষা বোর্ডের ৪৫৬ জন শিক্ষার্থী মেধাবৃত্তি ও ২ হাজার ৮৪৫ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।
ময়মনসিংহ বোর্ডের ৪৭ জন মেধাবৃত্তি ও ৫৪৪ জন সাধারণ বৃত্তি
রাজশাহী বোর্ডের ১৬০ জন মেধাবৃত্তি ও ১ হাজার ১৭৪ জন সাধারণ বৃত্তি
কুমিল্লা বোর্ডের ৮২ জন মেধাবৃত্তি ও ৯৭৫ জন সাধারণ বৃত্তি
সিলেট বোর্ডের ২৪ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৬৪৯ জন সাধারণ বৃত্তি পাবে
বরিশাল বোর্ডের ৫৭ জন মেধাবৃত্তি ও ৬০৬ জন সাধারণ বৃত্তি
যশোরে ১১৬ জন মেধাবৃত্তি ও ৮৫৮ জন সাধারণ বৃত্তি
চট্টগ্রাম বোর্ডে ৯১ জন মেধাবৃত্তি ও ৮৩৪ জন সাধারণ বৃত্তি
দিনাজপুর বোর্ডে ৯২ জন মেধাবৃত্তি ও ৮৯০ সাধারণ বৃত্তি পাবেন
শিক্ষার্থীরা কত দিন, কত টাকা পাবেন
মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা করে পাবেন। এ শিক্ষার্থীরা বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা পাবেন। বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা।
সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা প্রতি মাসে ৩৭৫ টাকা করে পাবেন। এ ছাড়া বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা। তাঁরা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন।
বৃত্তির টাকা ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে।
*এইচএসসিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য মেডিকেলে ভর্তি হলে ৫ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে ৪ বছর, এলএলবিতে ভর্তি হলে ৪ বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে ৪ বছর ও ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে ৩ বছর বৃত্তির সুবিধা পাবেন।