ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য জাপানের ১০টি বৃত্তি, আবেদনের করুন দ্রুত

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপানের সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ বৃত্তি পেতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী ৩ বছর নবায়নযোগ্য। সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তি চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। ১০ জন নিয়মিত শিক্ষার্থী এ বৃত্তি পাবেন।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

  • বৃত্তির জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০২১ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;

  • আবেদনকারী শিক্ষার্থীকে হতে হবে বাংলাদেশের নাগরিক

  • আবেদনকারীদের চতুর্থ বিষয় বাদে এসএসসি ও এইচএসসিতে ৪ দশমিক ৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে।

আরও পড়ুন

আবেদন ফরম কোথায় মিলবে

আবেদন ফরম রেজিস্ট্রার অফিসের শিক্ষা–৫ শাখায় ২১২ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া www.du.ac.bd থেকেও ফরম সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর, সিলসহ রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২১২) জমা দিতে হবে। আবেদনকারীর লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক একটি ইংরেজি প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি ও নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এ বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য।

আরও পড়ুন

আবেদনের শেষ দিন

৯ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন