ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ৭ লাখ ৯২ হাজার টাকার মিতসুবিশি বৃত্তি পেলেন

Md. Rashedul Alam Rasel

এর আগে বৃত্তি প্রদানের লক্ষ্যে মিতসুবিশি করপোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিয়ুংঘো লি ৭ লাখ ৯২ হাজার টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কাছে হস্তান্তর করেন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—আজমির আলম, সাবিব মো. সাদাকাতুল বারী, শানরিয়া জেবিন, মোহসিনা নওয়াজ, পিয়াস কুমার পাল ও এস এম রিফাত হোসেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম ও মিতসুবিশি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপাচার্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় মিতসুবিশি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিয়ুংঘো লি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে আখ্যায়িত করে বলেন, এ বিশ্ববিদ্যালয়ে মিতসুবিশি করপোরেশনের সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।

আরও পড়ুন