২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল করা হয়েছে

২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল করা হয়েছে। যাঁরা ২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়েছেন, তাঁদের মেইলে বাতিলের খবর জানানো হয়েছে। ফেলোশিপে যাওয়া অনেকেই সেই মেইল পেয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫ অর্থবছরেরটি বাতিল করা হয়েছে।  

এদিকে প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়ে যাঁরা বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার অপেক্ষায় আছেন, তাঁরা বিপাকে পড়েছেন। কারণ, ভিসা আবেদন, কাগজপত্র গোছানোসহ নানা কাজ এগিয়ে রেখেছেন অনেকে। কেউ কেউ ভিসাও পেয়েছেন। যাঁরা ভিসা পেয়েছেন, তাঁদের অনেকেরই সেপ্টেম্বর মাসে পড়তে যাওয়ার কথা। এ জন্য আনুষঙ্গিক সব প্রস্তুতিও শেষ। তাঁরা বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। কারণ, তাঁদের ঠিক কী করতে হবে, তা তাঁরা জানেন না। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ বলেন, ‘এটা শুধু বাতিল করা হয়েছে, পরবর্তী করণীয় কী হবে, তা ঠিক করা হবে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

আরও পড়ুন

প্রধানমন্ত্রী ফেলোশিপে আবেদনের নানা শর্তের মধ্য আছে—

*বাংলাদেশের নাগরিক যারা ইতোপূর্বে বিদেশে কোনো মাস্টার ডিগ্রী বা পিএইচডি করেননি তারা মাস্টার ডিগ্রী বা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। যারা ইতোপূর্বে বিদেশে কোন মাস্টার ডিগ্রী সম্পন্ন করেছেন, তারা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে যাদের চাকরি স্থায়ী হয়েছে শুধু তারাই আবেদনের যোগ্য হবেন;

*সরকারি কর্মকর্তার ক্ষেত্রে চাকরিতে প্রবেশের পর দেশে বা বিদেশে সরকারি সুবিধার আওতায় (প্রেষণে বা শিক্ষা ছুটিতে) কোনো মাস্টার ডিগ্রী সম্পন্ন করে থাকলে পূণরায় মাস্টার ডিগ্রী সম্পন্ন করার নিমিত্ত ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না;

*বেসরকারি প্রার্থীর ক্ষেত্রে ইতোমধ্যে বিদেশে কোন মাস্টার ডিগ্রী সম্পন্ন করে থাকলে তিনি পূণরায় মাস্টার ডিগ্রী সম্পন্ন করার নিমিত্ত ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না;

*পিএইচডি সম্পন্নকৃত প্রার্থীর আবেদন ফেলোশিপের জন্য বিবেচিত হবে না;

*আবেদনকারীকে প্রত্যাশিত ডিগ্রীর জন্য কোনো বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হতে নিঃশর্ত এডমিশন অফার (পূর্ণকালীন) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। এডমিশন অফারে উল্লিখিত ভর্তির শেষ তারিখ ১ জুলাই ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে হতে হবে। একাধিক অফার লেটারসহ আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না এবং বাতিল বলে গণ্য হবে। উল্লেখ্য যে, Post Graduate Diploma (PGD) leading to Masters (মাস্টার ডিগ্রীর ক্ষেত্রে) অথবা MPhil leading to PhD (পিএইচডি এর ক্ষেত্রে) এর অফার লেটার বিবেচনা করা হবে না;

*The Times Higher Education World University Overall Rankings 2024 অনুযায়ী মাস্টার ডিগ্রীর জন্য ১ থেকে ২০০ এবং পিএইচডির জন্য ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানের অফার লেটার থাকতে হবে। আবেদনপত্র গ্রহণ ও মূল্যায়নের ক্ষেত্রে বর্ণিত র‍্যাংকিংয়ের বাইরে অথবা অন্য কোনো র‍্যাংকিং বিবেচনা করা হবে না;

*ফেলোশিপের আওতায় অধ্যয়ন/গবেষণার ক্ষেত্রসমূহ: উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে মানব সম্পদ উন্নয়নে ফেলোশিপ প্রদানে নিম্নোক্ত ক্ষেত্রসমূহে প্রাধান্য দেওয়া হবে;

Finance and Economics, Public Sector Management, Legal and Security Studies, Social Protection, Education, Women Empowerment, Public Health, Trade and Investment, Power and Energy, Environment and Climate Change, Information and Communication Technology, Diplomacy, Agriculture and Food Security, Applied Sciences (Biological, Medical science, Engineering, etc).

*সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে অধ্যয়ন/গবেষণার বিষয় আবশ্যিকভাবে স্ব স্ব চাকরি সংশ্লিষ্ট হতে হবে;

*শিক্ষকদের ক্ষেত্রে অধ্যয়ন/গবেষণার বিষয় আবশ্যিকভাবে স্ব স্ব বিষয় সংশ্লিষ্ট হতে হবে;

*এ ফেলোশিপের আওতায় মাস্টার ডিগ্রির জন্য সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ ৩ বছরের ফেলোশিপ প্রদান করা হবে। কোনো অবস্থাতেই এর অতিরিক্ত মেয়াদে ফেলোশিপ প্রদান করা হবে না।

***প্রধানমন্ত্রী ফেলোশিপে আবেদনের শর্ত দেখুন এখানে