ন্যাশনাল এআই আর্ট-এ-থন প্রতিযোগিতা: মোট পুরস্কার ৬ লাখ টাকা

ন্যাশনাল এআই আর্ট-এ-থন প্রতিযোগিতায় আবেদন আহ্বান করা হয়েছে। এটি এআই ডিজাইন প্রতিযোগিতা। এ পুরস্কারের মোট অর্থমূল্য ছয় লাখ টাকা। প্রতিযোগিতায় পেশাদার ও শিক্ষার্থীরা (একক বা দুই সদস্যের দল) অংশ নিতে পারবেন। শিল্প ও প্রযুক্তির মেলবন্ধনে অংশ নিতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে। নারী অংশগ্রহণকারীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ফেসবুক পেজে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় হচ্ছে। আমরা কীভাবে কাজ করি, নতুন নতুন ডিজাইন করি এবং যোগাযোগ করি, এ সবই এআইয়ের মাধ্যমে তৈরি করা যাচ্ছে। ন্যাশনাল এআই আর্ট-এ-থন প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা এআই-জেনারেটেড আর্টওয়ার্ক তৈরি করবেন, যা বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি প্রদর্শন করবে। জাতীয় এআই আর্ট-এ-থন এআই-চালিত শিল্প/আর্ট প্রতিযোগিতা। এই অনন্য প্রতিযোগিতাটি বাংলাদেশি শিল্প চর্চাকারী, শিল্প পেশাদার, ছাত্র (আঠার বছর+) (শিল্পী, নির্মাতা, স্থপতি, গ্রাফিক ডিজাইনার ও অন্যান্য ভিজ্যুয়াল আর্টিস্ট), প্রযুক্তিবিদ এবং এআই উত্সাহীদের একটি গতিশীল ও সৃজনশীল প্রতিযোগিতায় একত্রিত করবে। মাইক্রোসফট, ইউনিভার্সিটি অব টরন্টো (কম্পিউটার সায়েন্স বিভাগ, জন এইচ ড্যানিয়েলস ফ্যাকাল্টি অব আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ এবং ডিজাইন, ইনফরমেশন ফ্যাকাল্টি), ইউনিভার্সিটি অব কেমব্রিজ, বাকবন লিমিটেড এবং ইউএনডিপি বাংলাদেশ এ আয়োজন করছে।

কারা আবেদনের সুযোগ পাবেন—

গ্রুপ এ: পেশাদার (ব্যক্তি বা দল সর্বোচ্চ ৩ জন সদস্য পর্যন্ত)
গ্রুপ বি: ছাত্র (ব্যক্তি বা দল সর্বোচ্চ ৩ জন সদস্য পর্যন্ত)
দ্রষ্টব্য: নারী অংশগ্রহণকারীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ

২৫ মার্চ ২০২৫