অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ দিচ্ছে এমআরডিআই

ফাইল ছবি

অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ দেবে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। নতুন প্রজন্মের অনুসন্ধানী সাংবাদিক গড়ে তুলতে নতুন এই উদ্যোগ এমআরডিআইয়ের। এমআরডিআইয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, অনুসন্ধানী সাংবাদিকতার দুই মাসের এই ফেলোশিপ প্রোগ্রামে শিক্ষার্থীরা হাতেকলমে অনুসন্ধানী দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন। সপ্তাহে দুই দিন ক্লাস—সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মোট ১৬টি ক্লাস হবে। আবেদনকারীকে দুই মাস, সপ্তাহে দুই দিন করে ঢাকার মোহাম্মদপুরে এমআরডিআই অফিসে সরাসরি প্রশিক্ষণে অংশ নিয়ে অ্যাসাইনমেন্ট করতে সম্মত হতে হবে।

ফেলোশিপে অংশ নেওয়ার যোগ্যতা কী

এ ফেলোশিপে অংশ নিতে সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই। মাস্টার্সের শিক্ষার্থী অথবা সদ্য বিশ্ববিদ্যালয় পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতা বাছাই সাপেক্ষে ১০ জন এ প্রশিক্ষণে সুযোগ পাবেন।

আরও পড়ুন

আবেদন করার প্রক্রিয়া কী

আপনি কেন এই ফেলোশিপে অংশ নিতে চান—৩০০ শব্দের মধ্যে তা লিখে পাঠাতে হবে। ছবিসহ জীবনবৃত্তান্তের একটি কপিও সঙ্গে দিতে হবে। জীবনবৃত্তান্তে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের লিংকগুলো দিতে হবে। আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত পাঠানোর ই-মেইল: [email protected]

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন