কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা

ছবি: কারিগরি শিক্ষা বোর্ড থেকে নেওয়া

জটিলতার কারণে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উপবৃত্তি কার্যক্রম থেকে বাদ পড়া শিক্ষার্থীদের ব্লকড ও বাউন্সড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী,  আগামী ৭ অক্টোবরের মধ্যে জটিলতায় পড়া ১৩ হাজার ৪৭১টি অ্যাকাউন্ট সংশোধন করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয়সহায়তা প্রদানের চলমান কার্যক্রমে উপবৃত্তি দেওয়ার ৪১৬টি অ্যাকাউন্ট ছাড়া বাকি ৫ হাজার ২৯৪টি ব্লকড ও ১২টি পেরোলের ৮ হাজার ১৭৭টি বাউন্সড ব্যাকড অ্যাকাউন্টসহ মোট ১৩ হাজার ৪৭১টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ডিটিই উপবৃত্তি এমআইএস সফটওয়্যারের মাধ্যমে নির্দেশনার অনুযায়ী সংশোধন করতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন