অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে ৪০০ বৃত্তি, নগদ ডলারের সঙ্গে বিমানভাড়াসহ নানা সুবিধা
অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। ভিক্টোরিয়া শহরের বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ মেলে। সেই বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে।
ডেকিন বিশ্ববিদ্যালয় ৪০০টি স্কলারশিপ প্রদান করবে। এইচডিআর স্কলারশিপ-রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) এবং ডেকিন ইউনিভার্সিটি পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআর)–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তি পান।
দুই বৃত্তির মধ্যে আরটিপির অর্থ দেয় অস্ট্রেলিয়ার সরকার আর ডিইউপিআর–এর দেয় ডেকিন বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ দুই বৃত্তির জন্য। ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য নির্ধারিত সময় তিন বছর ও টিউশন ফি পরিশোধের জন্য নির্ধারিত সময় চার বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় দুই বছর।
বৃত্তির সুযোগ-সুবিধা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ৩৪ হাজার ৪০০ ডলার তহবিল দেওয়া হয়। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত স্থানান্তর ভাতা, ভিসার সময় স্বাস্থ্য ভাতা, সম্পূর্ণ টিউশন ফি মুক্ত ও স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা তহবিল ও বিমানভাড়া দেওয়া হবে।
অনুষদগুলো হলো—
* স্বাস্থ্য অনুষদ
* কলা ও শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা
* ব্যবসায় ও আইন
* বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ
* ইন্টেলিজেন্ট সিস্টেম গবেষণা ও উদ্ভাবন।
* ফলিত কৃত্রিম বুদ্ধি ইনস্টিটিউট।
আবেদনের প্রক্রিয়া
শিক্ষার্থীদের আরটিপি ও ডিইউপিআরএস বৃত্তি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে। বৃত্তির আওতাভুক্ত নির্বাচন হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের পূর্ণ সময়ের শিক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত হবেন।