ইবনে সিনা ট্রাস্টের বৃত্তি, এসএসসি ও এইচএসসি সমমানের একটিতে জিপিএ-৫ হলে আবেদন
ইবনে সিনা ট্রাস্ট স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে। ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থী ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শর্তাবলী—
* আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং/ কৃষি বিশ্ববিদ্যালয়/মাদ্রাসা/সরকারি মেডিকেল কলেজ/সরকারি মেডিকেল টেকনোলজি কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রথম বর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং পারিবারিকভাবে অসচ্ছল শিক্ষার্থী হতে হবে।
* আবেদনকারী ছাত্রছাত্রীকে এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে।
* বৃত্তিসংক্রান্ত যেকোনো বিষয়ে ইবনে সিনা ট্রাস্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
প্রয়োজনীয় নথিপত্র—
* এইচএসসি/আলিম/সমমান পরীক্ষা থেকে বিগত সব পরীক্ষার ফলাফল ও নম্বরপত্রের সত্যায়িত কপি;
* শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশপত্র (শিক্ষাপ্রতিষ্ঠানের মূল প্যাডে হতে হবে);
* যাঁরা সম্প্রতি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, তাঁদের ভর্তির মূল মানি রসিদের ফটোকপি;
* পিতা বা অভিভাবকের আয়ের বিবরণী (স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে হতে হবে);
* আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের নিজস্ব প্যাডে
প্রত্যয়নপত্র;
* পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
* আবেদনকারী এতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র;
* আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়নপত্র;
* মুক্তিযোদ্ধার সন্তানসন্ততির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি;
* নতুন আবেদনকারীকে খামের ওপর ‘ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ এবং নবায়নের ক্ষেত্রে ‘শিক্ষাবৃত্তি নবায়ন’ লেখা বাধ্যতামূলক।
আবেদনের প্রক্রিয়া
প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন সাবমিট করার ফরমের পিডিএফ (PDF) কপি প্রিন্ট করে ফরমে স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ট্যাপলিং করে একটি বড় খামে নিম্নে প্রদত্ত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। পিডিএফ (PDF) ফরমটি সব ডকুমেন্টের ওপরে রাখতে হবে।
আবেদনের শেষ সময় কবে—
আবেদনের শেষ সময় ২৫ মে ২০২৪ বিকেল ৫টা। তবে আগামী ৩১ মে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্রের হার্ডকপি জমা দেওয়া যাবে।
ওয়েলফেয়ার বিভাগ, ইবনে সিনা ট্রাস্ট বাড়ি ৪৮, রোড ৯/এ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯, ঠিকানায় হার্ডকপি জমা দেওয়া যাবে।
* আবেদনের বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন